Ajker Patrika

আগামী দু-তিন মাসে খুনিরা ভয়ংকর ঘটনা ঘটাবে: শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আগামী দু-তিন মাসে খুনিরা ভয়ংকর ঘটনা ঘটাবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আগামী দুই-তিন মাস ওই খুনিরা অতীতে যে ধরনের ঘটনা ঘটিয়েছে, তার চেয়েও ভয়ংকর ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র করার জন্য লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে।’

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শোকের দিনে একটা কথা বলতে চাই, পঁচাত্তরের ১৫ আগস্ট একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমত যে দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তায়ালার হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন করছে।’

আলোচিত এই রাজনীতিক বলেন, ‘আওয়ামী লীগ করি বা কোনো দল করি সেটা ব্যাপার না। এ দেশটা আমাদের সবার, এ দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল। শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না, অন্ততপক্ষে আগামী ৫০ বছরেও। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করান। শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাচ্ছেন। আমাদের সকলের তাঁর পেছনে দাঁড়ানো প্রয়োজন।’

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে শামীম ওসমান বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন কথা বলে ২১ জন মানুষকে হত্যা করা হয়েছিল। যারা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে ইসলামকে ব্যবহার করে মানুষকে হত্যা করে। তাঁদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা যায় না। যাঁরা ৭১ সালে আমাদের ৩০ লক্ষ মানুষের রক্ত নেওয়ার জন্য পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছে, তাঁদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।’

শামীম ওসমান আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশ নাই যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতির সুযোগ পায়। আমাদের দেশই একটা অভাগা দেশ যেখানে ওরা এখানো কথা বলে যাচ্ছে। আর আমাদের তরুণ সমাজ চুপ করে তাদের কথা শোনে। আমার মনে হয়, ৩০ লক্ষ শহীদের আত্মা আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম তাঁদের বিবেকের কাছে আজ লজ্জিত হচ্ছে। তাই সবার উদ্দেশে বলি, এবার ঘুমিয়ে না থেকে জেগে উঠুন, দেশকে বাঁচাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত