কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাজন মিয়া (২৭)। আজ সোমবার সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখাল গ্রামে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে যায় তাঁকে। পরে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, রাজনের গলায় শার্ট প্যাঁচানো ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তবে পুলিশ বলছে, রাজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
রাজন মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শহরের বড়বাজারে কাঁচামাল আড়তে শ্রমিকের কাজ করতেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, তিন বছর আগে সদর উপজেলার চৌদ্দশত এলাকার আব্দুল বাতেনের মেয়ে সুরাইয়ার সঙ্গে রাজনের বিয়ে হয়। তাঁদের ছয় মাসের এক মেয়ে রয়েছে। গতকাল রোববার রাতে আড়তের কাজ শেষ করে তিনি একটি ওয়াজ মাহফিলে যাবেন বলে স্বজনদের জানিয়েছিলেন। আজ সোমবার সকালে তাঁর লাশ পাওয়া গেল।
রাজনের মা কল্পনা বেগম বলেন, ‘রাজনের বাবা হাবিবুর রহমান চার বছর আগে শহরতলির মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছিলেন। সেই মামলা এখনো চলছে। রাজনরা তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে রাজন মেজ। আমার ছেলেকে কেউ মেরে ফেলছে। পুলিশের প্রতি অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার। আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, রাজনের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাজন মিয়া (২৭)। আজ সোমবার সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখাল গ্রামে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে যায় তাঁকে। পরে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, রাজনের গলায় শার্ট প্যাঁচানো ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তবে পুলিশ বলছে, রাজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
রাজন মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শহরের বড়বাজারে কাঁচামাল আড়তে শ্রমিকের কাজ করতেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, তিন বছর আগে সদর উপজেলার চৌদ্দশত এলাকার আব্দুল বাতেনের মেয়ে সুরাইয়ার সঙ্গে রাজনের বিয়ে হয়। তাঁদের ছয় মাসের এক মেয়ে রয়েছে। গতকাল রোববার রাতে আড়তের কাজ শেষ করে তিনি একটি ওয়াজ মাহফিলে যাবেন বলে স্বজনদের জানিয়েছিলেন। আজ সোমবার সকালে তাঁর লাশ পাওয়া গেল।
রাজনের মা কল্পনা বেগম বলেন, ‘রাজনের বাবা হাবিবুর রহমান চার বছর আগে শহরতলির মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছিলেন। সেই মামলা এখনো চলছে। রাজনরা তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে রাজন মেজ। আমার ছেলেকে কেউ মেরে ফেলছে। পুলিশের প্রতি অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার। আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, রাজনের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৩ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে