মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে পারাপার তুলনামূলক কমে গেছে। বন্ধ ছিল মোটরসাইকেল চলাচল। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টা থেকে যান পারাপার শুরু হয়। এ সময় সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬০ হাজার যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ৬১ শতাংশই ছিল মোটরসাইকেল। সে হিসেবে মোটরসাইকেল বাদে অন্যান্য যান পারাপার হয়েছে প্রায় ২৪ হাজার। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার।
অন্যদিকে, যান চলাচল শুরুর প্রথম দিন ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছিল পৌনে ৩ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, যান চলাচল কমে গেছে, তা বলা যাবে না। প্রথম দিনের যান চলাচলের সঙ্গে তুলনা করা সমীচীন হবে না। পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে।
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হলেও কবে থেকে আবার চলাচল করার অনুমতি পেতে পারে, তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পর পণ্যবাহী ট্রাক ও পিকআপে করে মোটরসাইকেল পার করছেন চালকেরা। এতে করে তাঁদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পিকআপ ভাড়ায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকেরা।
এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘যদি ট্রাক বা পিকআপে করে মোড়কে মুড়িয়ে পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা হয় তাহলে পণ্যবাহী যান হিসেবে সেটা পদ্মা সেতু পার হতে পারছে। পণ্যবাহী যান আমরা আটকে দিচ্ছি না।’
পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে পারাপার তুলনামূলক কমে গেছে। বন্ধ ছিল মোটরসাইকেল চলাচল। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টা থেকে যান পারাপার শুরু হয়। এ সময় সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬০ হাজার যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ৬১ শতাংশই ছিল মোটরসাইকেল। সে হিসেবে মোটরসাইকেল বাদে অন্যান্য যান পারাপার হয়েছে প্রায় ২৪ হাজার। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার।
অন্যদিকে, যান চলাচল শুরুর প্রথম দিন ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছিল পৌনে ৩ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, যান চলাচল কমে গেছে, তা বলা যাবে না। প্রথম দিনের যান চলাচলের সঙ্গে তুলনা করা সমীচীন হবে না। পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে।
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হলেও কবে থেকে আবার চলাচল করার অনুমতি পেতে পারে, তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পর পণ্যবাহী ট্রাক ও পিকআপে করে মোটরসাইকেল পার করছেন চালকেরা। এতে করে তাঁদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পিকআপ ভাড়ায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকেরা।
এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘যদি ট্রাক বা পিকআপে করে মোড়কে মুড়িয়ে পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা হয় তাহলে পণ্যবাহী যান হিসেবে সেটা পদ্মা সেতু পার হতে পারছে। পণ্যবাহী যান আমরা আটকে দিচ্ছি না।’
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৯ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১০ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১০ ঘণ্টা আগে