নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের স্বাধীনতা নষ্ট করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘১৫ আগস্ট এলেই ষড়যন্ত্রের কথা মনে আসে, হত্যার কথা মনে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতেই জাতির পিতাকে হত্যা করা হয়েছে।’
আজ সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই বাংলা গড়তে হলে সবাইকে নিজেদের কাজগুলো সঠিকভাবে করতে হবে। তিনি সব সময় কাজের কথা বলে গেছেন। আমাদের কর্মের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব হবে।’
জাহিদ মালেক বলেন, ‘আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমরা বাংলাদেশে পদ্মা সেতু করতে পারি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমাদের দেশের মানুষের কাছে দায়ী থাকব। একজন নার্স, চিকিৎসক যদি তার কাজ করে, মানুষ সুন্দর সেবা পাবে। সবাই সবার কাজ সঠিকভাবে করলে, দেশের চেহারা পরিবর্তন হবে।’
বঙ্গবন্ধুকে হত্যা করার সময় স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ছিলেন জানিয়ে বলেন, ‘তখন আমি স্কুলে পড়তাম। তখন দেখেছি কীভাবে ট্যাংক বেরিয়ে যাচ্ছে। কেমন গুলি হয়েছে। আমাদের বাড়িতে এসেও গুলি লেগেছিল। যারা মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদর ছিল তারাই জাতির জনককে হত্যা করেছে। সেই একই শক্তি শেখ হাসিনার ওপরও গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছে। মহাত্মা গান্ধীর বিষয়ে পুরো ভারত ঐকমত্য হলেও বাংলাদেশে জাতির জনকের বিষয়ে সবাই এখনো একমত হতে পারেনি।’
এ সময় স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল বলেন, ‘বঙ্গবন্ধু না থাকলেও আমাদের মাঝে তাঁর আদর্শ বেঁচে থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন তিনি বেঁচে থাকবেন সবার মাঝে।’
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মত্যাগ ছিল বাংলাদেশের মানুষের মুক্তি। এটা শুধু পতাকার মুক্তি না। আমরা আজকে এই দিনেও কি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পেরেছি? এখন ৭ই মার্চের ভাষণ সব জায়গায় বাজানো হলেও আমরা কি আসলে এই বক্তব্যের কথাগুলো ধারণ করি? এখনকার বেশির ভাগ মানুষের কাজেই এই আদর্শের প্রতিফলন হয় না।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।
দেশের স্বাধীনতা নষ্ট করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘১৫ আগস্ট এলেই ষড়যন্ত্রের কথা মনে আসে, হত্যার কথা মনে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতেই জাতির পিতাকে হত্যা করা হয়েছে।’
আজ সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই বাংলা গড়তে হলে সবাইকে নিজেদের কাজগুলো সঠিকভাবে করতে হবে। তিনি সব সময় কাজের কথা বলে গেছেন। আমাদের কর্মের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব হবে।’
জাহিদ মালেক বলেন, ‘আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমরা বাংলাদেশে পদ্মা সেতু করতে পারি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমাদের দেশের মানুষের কাছে দায়ী থাকব। একজন নার্স, চিকিৎসক যদি তার কাজ করে, মানুষ সুন্দর সেবা পাবে। সবাই সবার কাজ সঠিকভাবে করলে, দেশের চেহারা পরিবর্তন হবে।’
বঙ্গবন্ধুকে হত্যা করার সময় স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ছিলেন জানিয়ে বলেন, ‘তখন আমি স্কুলে পড়তাম। তখন দেখেছি কীভাবে ট্যাংক বেরিয়ে যাচ্ছে। কেমন গুলি হয়েছে। আমাদের বাড়িতে এসেও গুলি লেগেছিল। যারা মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদর ছিল তারাই জাতির জনককে হত্যা করেছে। সেই একই শক্তি শেখ হাসিনার ওপরও গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছে। মহাত্মা গান্ধীর বিষয়ে পুরো ভারত ঐকমত্য হলেও বাংলাদেশে জাতির জনকের বিষয়ে সবাই এখনো একমত হতে পারেনি।’
এ সময় স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল বলেন, ‘বঙ্গবন্ধু না থাকলেও আমাদের মাঝে তাঁর আদর্শ বেঁচে থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন তিনি বেঁচে থাকবেন সবার মাঝে।’
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মত্যাগ ছিল বাংলাদেশের মানুষের মুক্তি। এটা শুধু পতাকার মুক্তি না। আমরা আজকে এই দিনেও কি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পেরেছি? এখন ৭ই মার্চের ভাষণ সব জায়গায় বাজানো হলেও আমরা কি আসলে এই বক্তব্যের কথাগুলো ধারণ করি? এখনকার বেশির ভাগ মানুষের কাজেই এই আদর্শের প্রতিফলন হয় না।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৩ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৩ ঘণ্টা আগে