নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দশ বছর আগে দায়ের করা একটি নাশকতার মামলায় বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
অন্য যাদের সাজা দেওয়া হয়েছে তাঁরা হলেন শাকিল আহমেদ, কামরুজ্জামান স্বপন, মান্নান মোল্লা, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আতিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা সবাই বাড্ডা থানার স্থানীয় বিএনপির নেতা–কর্মী। দণ্ডিত ১১ আসামি পলাতক রয়েছেন।
আদালত রায়ে বলেছেন, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে। প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় ২৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়া ৭টার দিকে বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে মধ্য বাড্ডা প্রগতি সরণির আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং একটি বাসে আগুন দেন। এ ঘটনায় ওই দিনই বাড্ডা থানার এসআই রহমত আলী মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২০ এপ্রিল মামলাটি তদন্ত করে একই থানার এসআই ওবায়দুল ইসলাম ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দশ বছর আগে দায়ের করা একটি নাশকতার মামলায় বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
অন্য যাদের সাজা দেওয়া হয়েছে তাঁরা হলেন শাকিল আহমেদ, কামরুজ্জামান স্বপন, মান্নান মোল্লা, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আতিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা সবাই বাড্ডা থানার স্থানীয় বিএনপির নেতা–কর্মী। দণ্ডিত ১১ আসামি পলাতক রয়েছেন।
আদালত রায়ে বলেছেন, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে। প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় ২৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়া ৭টার দিকে বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে মধ্য বাড্ডা প্রগতি সরণির আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং একটি বাসে আগুন দেন। এ ঘটনায় ওই দিনই বাড্ডা থানার এসআই রহমত আলী মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২০ এপ্রিল মামলাটি তদন্ত করে একই থানার এসআই ওবায়দুল ইসলাম ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে