Ajker Patrika

হাইকোর্টে বাইডেনের কথিত উপদেষ্টার জামিন মেলেনি   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৪, ১৯: ৫৯
হাইকোর্টে বাইডেনের কথিত উপদেষ্টার জামিন মেলেনি   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরাফিকে জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 

আজ রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ রুল জারি করেন। 

আরাফির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির। 

আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলার অপর দুই আসামির মধ্যে ইশরাক জামিনে আছেন। তবে চৌধুরী হাসান সারওয়ার্দী কারাগারে রয়েছেন। আরাফির বিরুদ্ধে একটিই মামলা। আদালত তার জামিন প্রশ্নে রুল জারি করেছেন।’   

গত বছরের ২৮ অক্টোবর আরাফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এ সময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেনকেও দেখা গেছে। যাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই ঘটনায় মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি পল্টন থানায় মামলা করেন।

মামলায় আরাফি ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকেএ আসামি করা হয়। পরে ২৯ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরাফিকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত