Ajker Patrika

দেশের ৫৪ নদী দূষণমুক্ত করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২১: ০৭
দেশের ৫৪ নদী দূষণমুক্ত করতে আইনি নোটিশ

দেশের ৫৪টি নদী দূষণমুক্ত করতে এবং একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে সোমবার-অর্থ, পরিকল্পনা, জনপ্রশাসন, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, নৌ পরিবহন, শিল্প, পরিবেশ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।

নদীসমূহের দূষণের উৎস চিহ্নিতকরণ, দূষণকারীদের তালিকা তৈরি, দূষণ প্রতিরোধ এবং দূষণকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে নোটিশে। এ ছাড়া দূষণকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, অতি দূষিত ও প্রাণহীন নদীগুলোকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা এবং সেই অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দাবিও জানানো হয়েছে।

নদীগুলোর মধ্যে ঢাকা বিভাগের-বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী, মেঘনা, বালু, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিলপদ্ম, কীর্তিনাশা, সুতি, পারুলি, চিলাই, কালিগঙ্গা, পদ্মা, বানার, লৌহজং ও বংশী। রাজশাহী বিভাগের-যমুনা, করতোয়া, গঙ্গা, আত্রাই, নারোদ ও ইছামতী। রংপুর বিভাগের-তিস্তা ও খড়খড়িয়া। চট্টগ্রাম বিভাগের-কর্ণফুলী, হালদা, বিল ডাকাতিয়া ও তিতাস। খুলনা বিভাগের ময়ূর, ভৈরব, রূপসা, মাথাভাঙ্গা, পশুর, কাকশিয়ালী, গড়াই, মধুমতি ও কুমার। বরিশাল বিভাগের-কীর্তনখোলা, সুগন্ধা, লোহালিয়া, তেঁতুলিয়া, খাকদোনা ও শিববাড়ীয়া। সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, সুতাং, সোনাই, কোরাঙ্গী, বরাক ও ধোলাই। এছাড়া ময়মনসিংহ বিভাগের-ক্ষীরু নদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত