অনলাইন ডেস্ক
বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচি চলছে। একই সঙ্গে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতিও পালন করা হয়। পাশাপাশি তাঁরা আগামীকাল সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠানপ্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান। তাঁরা বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান এবং ২৫ শতাংশ হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পান, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে ঈদ উৎসব উদ্যাপন করা সম্ভব নয়।
শিক্ষা উপদেষ্টা ভাতাগুলো পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজীজী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। আজ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর তাঁর কাছে এসেছে। তিনি বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল সোমবার ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালিত হবে।
সারা দেশে জাতীয়করণপ্রত্যাশী ৩১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন বলেও জানান এই শিক্ষকনেতা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, হারুন অর রশীদ, আব্দুর রহমান, ইসমাইল হোসেন, আবু সায়েম মোল্লা প্রমুখ।
বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচি চলছে। একই সঙ্গে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতিও পালন করা হয়। পাশাপাশি তাঁরা আগামীকাল সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠানপ্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান। তাঁরা বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান এবং ২৫ শতাংশ হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পান, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে ঈদ উৎসব উদ্যাপন করা সম্ভব নয়।
শিক্ষা উপদেষ্টা ভাতাগুলো পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজীজী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। আজ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর তাঁর কাছে এসেছে। তিনি বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল সোমবার ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালিত হবে।
সারা দেশে জাতীয়করণপ্রত্যাশী ৩১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন বলেও জানান এই শিক্ষকনেতা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, হারুন অর রশীদ, আব্দুর রহমান, ইসমাইল হোসেন, আবু সায়েম মোল্লা প্রমুখ।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৮ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৮ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে