Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫৯
সড়ক দুর্ঘটনায় আহত নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর নারী পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী বিশ্বাসের (৪৬) মৃত্যু হয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান তিনি। ফরিদপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন তিনি।

এর আগে, ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলা রোড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বিচিত্রা রানী আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ওই সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানা-পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত