Ajker Patrika

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মঞ্জুরুল ইসলাম মারুফ (১৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর চারটার দিকে টঙ্গীর গোপালপুরে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। পরিবারের লোকজন মারুফের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

মৃত মঞ্জুরুল ইসলাম মারুফ টঙ্গীর গোপালপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে টঙ্গী বাজার ইবনে কাফ হাফিজিয়া মাদ্রাসার হাফিজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত কয়েকদিন আগে মাদ্রাসা ছেড়ে বাসায় ফিরে আসে মারুফ। পরে মঙ্গলবার রাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ব্যায়ামের লোহার বৃত্ত ব্যাগের ফিতা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে ভোর চার টার দিকে পরিবারের লোকজন মারুফের ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মারুফের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েকদিন আগে মাদ্রাসা থেকে বাসায় চলে আসে মারুফ। পরিবারের কাউকেই কিছু জানায়নি সে। মঙ্গলবার ভোরে ঝুলন্ত অবস্থা মারুফকে দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, মারুফের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত