নারায়ণগঞ্জ প্রতিনিধি
সিটি নির্বাচনে সাংসদ শামীম ওসমানের অবস্থান প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো ব্যক্তি এককভাবে অপরিহার্য নয়। যাঁর কথা বলা হচ্ছে (শামীম ওসমান) তিনিও দলের আদর্শ মেনেই নেতা হয়েছেন। যদি সে আজ সেসব মানতে না চান তাহলে আমরা সেই সম্পর্কে খোঁজ নিব। যদি নিশ্চিত হই তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ শনিবার দুপুরে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন আবদুর রহমান। এদিন শহরের প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আবদুর রহমান আরও বলেন, ‘জাতীয় পার্টির ৪ চেয়ারম্যান নাকি তৈমূরের পক্ষে কাজ করছেন। তাঁরা যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত না নেয়, তাহলে তাঁদের বিষয়ে আমরা চিন্তাভাবনা করব। আমাদের কাছে মনে হয় তাঁরা দ্রুত তাঁদের অবস্থান পরিষ্কার করবেন।’
দলীয় অপর প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে সবাই কাজ করছি নৌকাকে জেতাতে। ভৌগোলিক কারণে নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইভী এত দিন নারায়ণগঞ্জে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকেই পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি।’
নানক আরও বলেন, ‘নারায়ণগঞ্জ শান্তিময় শহর। এখানে প্রচুর উন্নয়ন হচ্ছে আইভীর নেতৃত্বে। আরও অনেক চমক আছে, যা আমরা এখনই জানাতে চাই না। আমাদের দল আওয়ামী লীগ, নেত্রী শেখ হাসিনা। নির্বাচনকে আমরা মনে করি মানুষের কাছে যাবার একটি বড় সুযোগ।’
সিটি নির্বাচনে সাংসদ শামীম ওসমানের অবস্থান প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো ব্যক্তি এককভাবে অপরিহার্য নয়। যাঁর কথা বলা হচ্ছে (শামীম ওসমান) তিনিও দলের আদর্শ মেনেই নেতা হয়েছেন। যদি সে আজ সেসব মানতে না চান তাহলে আমরা সেই সম্পর্কে খোঁজ নিব। যদি নিশ্চিত হই তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ শনিবার দুপুরে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন আবদুর রহমান। এদিন শহরের প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আবদুর রহমান আরও বলেন, ‘জাতীয় পার্টির ৪ চেয়ারম্যান নাকি তৈমূরের পক্ষে কাজ করছেন। তাঁরা যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত না নেয়, তাহলে তাঁদের বিষয়ে আমরা চিন্তাভাবনা করব। আমাদের কাছে মনে হয় তাঁরা দ্রুত তাঁদের অবস্থান পরিষ্কার করবেন।’
দলীয় অপর প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে সবাই কাজ করছি নৌকাকে জেতাতে। ভৌগোলিক কারণে নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইভী এত দিন নারায়ণগঞ্জে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকেই পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি।’
নানক আরও বলেন, ‘নারায়ণগঞ্জ শান্তিময় শহর। এখানে প্রচুর উন্নয়ন হচ্ছে আইভীর নেতৃত্বে। আরও অনেক চমক আছে, যা আমরা এখনই জানাতে চাই না। আমাদের দল আওয়ামী লীগ, নেত্রী শেখ হাসিনা। নির্বাচনকে আমরা মনে করি মানুষের কাছে যাবার একটি বড় সুযোগ।’
চাঁদপুরের ফরিদগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। এ ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। আজ রোববার...
৯ মিনিট আগে‘জুলাই যোদ্ধা’ খ্যাত রেজাউল করিম—এক সময়ের রাজপথ কাঁপানো সাহসী যুবক। কিন্তু গত বৃহস্পতিবার রাতে সেই যুবককেই পাওয়া গেল পরিত্যক্ত একটি স্থানে। হাতের মুঠোয় বিষের প্যাকেট, দেহে প্রাণহীনতা। সময়মতো উদ্ধার করায় প্রাণে বেঁচে গেলেন, কিন্তু রেখে গেলেন হাজারো প্রশ্ন—সাহসী এই তরুণ এতটা ভেঙে পড়লেন কেন?
১৭ মিনিট আগেকাপড় ও মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করেন কুষ্টিয়ার কুমারখালীর যুবক সাগর হোসেন। দুই দশক ব্যবসা করে প্রাচীরঘেরা আধা পাকা বাড়ি তৈরি করেছিলেন। চলতেন দামি মোটরসাইকেলে। সব মিলিয়ে প্রায় ৩৬ লাখ টাকার সম্পত্তির মালিক ছিলেন সাগর। তবে এসব এখন তাঁর কাছে শুধুই স্মৃতি। মাত্র এক বছরে অনলাইন জুয়া খেলে বাড়ি ও...
২০ মিনিট আগেসেলিনা ইসলাম অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। পাপুল কুয়েতে প্রবাসী শ্রমিক পাঠানোর আড়ালে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন।
৪৩ মিনিট আগে