Ajker Patrika

দলের আদর্শ না মানলে ব্যবস্থা, শামীম ওসমানকে ইঙ্গিত করে আবদুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১: ৪৪
দলের আদর্শ না মানলে ব্যবস্থা, শামীম ওসমানকে ইঙ্গিত করে আবদুর রহমান

সিটি নির্বাচনে সাংসদ শামীম ওসমানের অবস্থান প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো ব্যক্তি এককভাবে অপরিহার্য নয়। যাঁর কথা বলা হচ্ছে (শামীম ওসমান) তিনিও দলের আদর্শ মেনেই নেতা হয়েছেন। যদি সে আজ সেসব মানতে না চান তাহলে আমরা সেই সম্পর্কে খোঁজ নিব। যদি নিশ্চিত হই তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আজ শনিবার দুপুরে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন আবদুর রহমান। এদিন শহরের প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

আবদুর রহমান আরও বলেন, ‘জাতীয় পার্টির ৪ চেয়ারম্যান নাকি তৈমূরের পক্ষে কাজ করছেন। তাঁরা যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত না নেয়, তাহলে তাঁদের বিষয়ে আমরা চিন্তাভাবনা করব। আমাদের কাছে মনে হয় তাঁরা দ্রুত তাঁদের অবস্থান পরিষ্কার করবেন।’ 

দলীয় অপর প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে সবাই কাজ করছি নৌকাকে জেতাতে। ভৌগোলিক কারণে নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইভী এত দিন নারায়ণগঞ্জে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকেই পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি।’ 

নানক আরও বলেন, ‘নারায়ণগঞ্জ শান্তিময় শহর। এখানে প্রচুর উন্নয়ন হচ্ছে আইভীর নেতৃত্বে। আরও অনেক চমক আছে, যা আমরা এখনই জানাতে চাই না। আমাদের দল আওয়ামী লীগ, নেত্রী শেখ হাসিনা। নির্বাচনকে আমরা মনে করি মানুষের কাছে যাবার একটি বড় সুযোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত