নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে কোনো আইন নেই। বর্জ্য সমস্যার সমাধান করা না গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি থেকেই যাবে। এ জন্য বর্জ্য সমস্যা সমাধানে রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন তিনি।
আজ মঙ্গলবার ইউএসএইড ও এফসিডিও-এর অর্থায়নে ঢাকা কলিং প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।
‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আইনি সীমাবদ্ধতা ও সুপারিশ’ শীর্ষক এই আলোচনায় সংসদীয় কমিটির আরও দুই সদস্য সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও বগুড়া-৭-এর সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাবের হোসেন চৌধুরী আরও বলেন, সংবিধানের ১৮ নম্বর ধারায় জনস্বার্থের উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। সেই হিসেবে মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া সাংবিধানিক দায়িত্ব। কিন্তু গেল ৫০ বছরেও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারেনি দেশ। এ নিয়ে সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্টদের একসঙ্গে বসার তাগিদ দেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে আয়োজিত এই সভায় পরিবেশবিদ, এনজিও প্রতিনিধি ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বস্তিবাসী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে কোনো আইন নেই। বর্জ্য সমস্যার সমাধান করা না গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি থেকেই যাবে। এ জন্য বর্জ্য সমস্যা সমাধানে রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন তিনি।
আজ মঙ্গলবার ইউএসএইড ও এফসিডিও-এর অর্থায়নে ঢাকা কলিং প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।
‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আইনি সীমাবদ্ধতা ও সুপারিশ’ শীর্ষক এই আলোচনায় সংসদীয় কমিটির আরও দুই সদস্য সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও বগুড়া-৭-এর সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাবের হোসেন চৌধুরী আরও বলেন, সংবিধানের ১৮ নম্বর ধারায় জনস্বার্থের উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। সেই হিসেবে মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া সাংবিধানিক দায়িত্ব। কিন্তু গেল ৫০ বছরেও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারেনি দেশ। এ নিয়ে সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্টদের একসঙ্গে বসার তাগিদ দেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে আয়োজিত এই সভায় পরিবেশবিদ, এনজিও প্রতিনিধি ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বস্তিবাসী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৯ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪২ মিনিট আগে