Ajker Patrika

আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫: ৫৩
আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিপন শেখ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রিপন শেখ জামালপুর জেলার মাদারগঞ্জের জলিল শেখের ছেলে। আশুলিয়ার একটি গুদামে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। আহত দুজন স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রিপন শেখ রিকশায় ওঠার অপেক্ষা করছিলেন। তখন বাইপাইলমুখী একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ছাড়া দুজন আহত হন। 

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান জানান, উত্তেজিত জনতা ট্রাকচালককে ধরে ফেলে। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁরও চিকিৎসার প্রয়োজন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত