Ajker Patrika

মোবাইল নিয়ে ব্যস্ত, মা বকাঝকা করায় কিশোরীর আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মোবাইল নিয়ে ব্যস্ত, মা বকাঝকা করায় কিশোরীর আত্মহত্যা

রাজধানীর উত্তরখানে মোবাইলে ব্যস্ত থাকার কারণে মা বকাঝকা করেছেন। সেই অভিমানে নূরানী আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

উত্তরখানের মৈনারটেকে এলাকার একটি ভাড়া বাসা থেকে সোমবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ওই কিশোরী মৈনারটেকের সুমন সরকারের ভাড়া বাড়িতে বাবা মো. নুরুজ্জামান ও মা পারভিন সিনহার সঙ্গে থাকত। 

এলাকার লোকজন বলেন, নূরানীকে বাড়িতে রেখে তার মা অফিসে গিয়েছিলেন। দুপুরে এসে দেখেন কক্ষের ভেতর থেকে দরজা লাগানো। ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আশপাশের মানুষসহ পুলিশ দরজা খুলে নূরানীকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। 

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকত। যার কারণে মা বকা দিয়েছিল। বকায় দেওয়ায় অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে।’ 

ওসি আবুল কালাম বলেন, ‘তার বাবা–মায়ের আবেদনের কারণে মেয়েটির মরদেহ বিনা ময়নাতদন্তে দিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত