Ajker Patrika

দুই বছর পরে ভারতীয়দের জন্য চালু হচ্ছে বাংলাদেশের পর্যটন ভিসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছর পরে ভারতীয়দের জন্য চালু হচ্ছে বাংলাদেশের পর্যটন ভিসা

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর ধরেই বন্ধ রয়েছে ভারতীয়দের জন্য বাংলাদেশের টুরিস্ট বা পর্যটন ভিসা। শুক্রবার থেকে আবার চালু হচ্ছে ভারতীয় নাগরিকদের পর্যটন ভিসা। 

আজ বৃহস্পতিবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তৌফিক হাসান জানান, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের ১৫ নম্বর প্লটের সিপি ব্লকে চালু হওয়া বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গ্রহণ করা হবে ভিসার আবেদন। ভিসার আবেদনের সঙ্গে দিতে হবে কোভিডের ডাবল ডোজ টিকা নেওয়ার সনদের ফটোকপি। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নেওয়া হবে আবেদন। তবে পার্ক সার্কাসের বাংলাদেশ উপহাইকমিশনের দপ্তরে আর ভিসার আবেদনপত্র নেওয়া হবে না।

এর আগে বাংলাদেশের ভিসার জন্য ভারতীয়দের জন্য কোন ফি লাগত না। তবে এবার ভিসা বিনা মূল্যে হলেও প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি দিতে হবে। যেটা নগদে বা অনলাইনে দেওয়া যাবে বলে গণমাধ্যম জানিয়েছে।

বাংলাদেশের এই ভিসা নিয়ে ভারতীয়রা সড়ক, বিমান এবং ট্রেনে করে যেতে পারবেন বাংলাদেশে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের ওডিশা, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড় এবং সিকিমে বসবাসকারী ভারতীয়রা কলকাতা উপহাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা নিতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত