Ajker Patrika

যানজট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
যানজট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন 

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। আজ বুধবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবি সিদ্দিক। এ সময় নাগরিক কমিটির সম্পাদক জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় আরও বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানি সংকর রায়, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, খেলাঘরের জেলা সম্পাদক ফুয়াদ মহসিন, বাসদের জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

মানববন্ধনে নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, ‘আমার গাড়িতে শহরের চাষাঢ়া থেকে ডিআইটি যেতে এক লিটার তেল খরচ হয়। অথচ দূরত্ব মাত্র এক কিলোমিটার। এর একমাত্র কারণ যানজট। আমি জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ করব, আপনি অনেক ভালো মানুষ শুনেছি। কিন্তু এই শহরের জন্য কিছুই করেন না। আমাদের কথাগুলো শুনে, দ্রুত শহরকে যানজট মুক্ত করার ব্যবস্থা নিন।’

আমরা নারায়ণগঞ্জবাসীর আহ্বায়ক হাজী নূর উদ্দিন বলেন, ‘গত দশ বছরে পঞ্চাশবার অনুরোধ করেছি যানজট নিরসনের ব্যবস্থা করার জন্য। এ সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএকে এক হয়ে কাজ করতে হবে। সমন্বয় না করে পুরো শহরকে স্থবির করে রেখে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত