Ajker Patrika

খেতে কাজ করার সময় সাপের ছোবলে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
খেতে কাজ করার সময় সাপের ছোবলে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে সাপের ছোবলে বিল্লাল ব্যাপারী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত কৃষক সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে তিনি খেতে কাজ করতে যান। খেতে কয়েকটি গর্ত দেখে একটি পা দিয়ে বন্ধ করতে যান। তখন গর্তের ভেতরে থাকা সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি তিনি আমল নেননি। কিছুক্ষণ পর প্রতিক্রিয়া শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁকে একটি ইনজেকশন দেওয়ার পরই মারা যান।

শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূইয়া সাপের ছোবলে কৃষকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে হয়তো তাকে বাঁচানো যেত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত