ঢামেক প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত এক যুবকের মরদেহ ছয় মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পড়ে ছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে। নিহত যুবকের নাম হাসান (২০)। তাঁর বাড়ি ভোলায়।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানের মরদেহ পরিবারের কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়। তবে মরদেহ আগামীকাল শুক্রবার পর্যন্ত মর্গেই থাকবে। এরপর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল হবে।
নিহত হাসানের বাবা মনির হোসেন জানান, গত ১২ জানুয়ারি তাঁর ভাই ও হাসানের খালা ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসানের মরদেহ শনাক্তের কথা বলেন। এরপর ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানার মাধ্যমে আদালতের নির্দেশে তিনি ও হাসানের মা গোলেনুর বেগম মালিবাগ সিআইডি অফিসে গিয়ে ডিএনএ নমুনা দেন।
১২ ফেব্রুয়ারি বুধবার তাঁদের জানানো হয় যে হাসানের ডিএনএ পরিবারের ডিএনএর সঙ্গে মিলেছে। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হাসানের বাবা মনির হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা সদর উপজেলার কাছিয়া সাহা মাদার গ্রামে। হাসান যাত্রাবাড়ী সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় থাকতেন এবং গুলিস্তান এরশাদ মার্কেটে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন।
মনির হোসেন বলেন, হাসান দুই ভাই ও দুই বোনের মধ্যে বড় ছিল। গত ৫ আগস্ট বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এর মধ্যে যাত্রাবাড়ী রাস্তায় পড়ে থাকা এক যুবকের পায়ে তার পেঁচানো ছবি ভাইরাল হয়। হাসানের স্বজনেরা ছবিটি দেখে তাঁকে শনাক্ত করলেও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর চাচা ও খালা ঢামেক মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।
ঢামেক মর্গের ইনচার্জ রামু চন্দ্র দাস জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত এক যুবকের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাতেই পরিবারের কাছে মরদেহ লিখিতভাবে হস্তান্তর করা হয়েছে। তবে পরিবার শুক্রবার মরদেহ নিয়ে যাবে বলে জানিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে এক নারীসহ ছয়জনের মরদেহ মর্গে সংরক্ষিত রয়েছে। তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু অনেকেই মরদেহ শনাক্তের জন্য এলেও নিশ্চিত করতে পারেননি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম বলেন, গত ১৩ জানুয়ারি হাসানের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ১২ ফেব্রুয়ারি ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত হলে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাসানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল বের করা হবে। পরে হাসানের মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নিয়ে দাফন করা হবে।
উল্লেখ্য, ঢামেক হাসপাতালের মর্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেলেও পরবর্তীকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেখানে ছয় নয়, সাতটি লাশ রয়েছে। এর মধ্যে একজন নারী, বাকি ছয়জন পুরুষের লাশ। সেই সাতজনের মধ্য আজ একজনের পরিচয় পাওয়া গেল।
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত এক যুবকের মরদেহ ছয় মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পড়ে ছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে। নিহত যুবকের নাম হাসান (২০)। তাঁর বাড়ি ভোলায়।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানের মরদেহ পরিবারের কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়। তবে মরদেহ আগামীকাল শুক্রবার পর্যন্ত মর্গেই থাকবে। এরপর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল হবে।
নিহত হাসানের বাবা মনির হোসেন জানান, গত ১২ জানুয়ারি তাঁর ভাই ও হাসানের খালা ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসানের মরদেহ শনাক্তের কথা বলেন। এরপর ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানার মাধ্যমে আদালতের নির্দেশে তিনি ও হাসানের মা গোলেনুর বেগম মালিবাগ সিআইডি অফিসে গিয়ে ডিএনএ নমুনা দেন।
১২ ফেব্রুয়ারি বুধবার তাঁদের জানানো হয় যে হাসানের ডিএনএ পরিবারের ডিএনএর সঙ্গে মিলেছে। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হাসানের বাবা মনির হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা সদর উপজেলার কাছিয়া সাহা মাদার গ্রামে। হাসান যাত্রাবাড়ী সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় থাকতেন এবং গুলিস্তান এরশাদ মার্কেটে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন।
মনির হোসেন বলেন, হাসান দুই ভাই ও দুই বোনের মধ্যে বড় ছিল। গত ৫ আগস্ট বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এর মধ্যে যাত্রাবাড়ী রাস্তায় পড়ে থাকা এক যুবকের পায়ে তার পেঁচানো ছবি ভাইরাল হয়। হাসানের স্বজনেরা ছবিটি দেখে তাঁকে শনাক্ত করলেও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর চাচা ও খালা ঢামেক মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।
ঢামেক মর্গের ইনচার্জ রামু চন্দ্র দাস জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত এক যুবকের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাতেই পরিবারের কাছে মরদেহ লিখিতভাবে হস্তান্তর করা হয়েছে। তবে পরিবার শুক্রবার মরদেহ নিয়ে যাবে বলে জানিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে এক নারীসহ ছয়জনের মরদেহ মর্গে সংরক্ষিত রয়েছে। তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু অনেকেই মরদেহ শনাক্তের জন্য এলেও নিশ্চিত করতে পারেননি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম বলেন, গত ১৩ জানুয়ারি হাসানের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ১২ ফেব্রুয়ারি ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত হলে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাসানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল বের করা হবে। পরে হাসানের মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নিয়ে দাফন করা হবে।
উল্লেখ্য, ঢামেক হাসপাতালের মর্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেলেও পরবর্তীকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেখানে ছয় নয়, সাতটি লাশ রয়েছে। এর মধ্যে একজন নারী, বাকি ছয়জন পুরুষের লাশ। সেই সাতজনের মধ্য আজ একজনের পরিচয় পাওয়া গেল।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে