Ajker Patrika

সংস্কারের অভাবে ও খোঁড়াখুঁড়িতে চরম ভোগান্তিতে উত্তরাবাসী

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 
আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০১: ২৬
সংস্কারের অভাবে ও খোঁড়াখুঁড়িতে চরম ভোগান্তিতে উত্তরাবাসী

গ্যাস, পানিসহ উন্নয়নের নানান অজুহাতে খোঁড়াখুঁড়ি ও সংস্কারের অভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন সেক্টরগুলোর সড়কের বেহাল দশা। স্থানীয় এমপি ও কাউন্সিলরগণ নির্বাচনের আগে জনসাধারণে এসব সড়কের সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তারা কোন কথা রাখেননি বলে অভিযোগ উত্তরাবাসীর। 

এছাড়াও সম্প্রতি সময়ে দক্ষিণখানের গাওয়াইরের স্কুল রোডের বেহাল দশা পরিদর্শনে গিয়ে ডিএনসিসি'র ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান নাঈম ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে ডিএনসিসি'র মেয়র আতিকুল ইসলামের সুদৃষ্টি কামনা করেন। 

উত্তরখান মাস্টার বাড়ির বাসিন্দা আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'আব্দুল্লাহপুর থেকে মৈনারটেক পর্যন্ত সড়কের কিছু অংশের সংস্কার কাজ কিছুদিন আগে হয়েছে। কিন্তু যেটুকুর কাজ করেছে, সেই টুকুই ভালো আছে। কিন্তু ভালো বলে যে রাস্তার কাজ করা হয়নি, তা খোঁড়াখুঁড়ির কারণে চরম দশা হয়েছে। এমন দশা হয়েছে যে কোন ডেলিভারির রোগী ওই রাস্তা দিয়ে গেলে হাসপাতালে নেওয়ার আগে রাস্তাতেই ডেলিভারি হয়ে যাবে।' 

উত্তরখান সরকার বাড়ির রুহুল আমিন সরকার আজকের পত্রিকাকে বলেন, 'মাজার থেকে চামুরখান সড়কের এতই বেহাল দশা যে রিকশা-অটোরিকশা দিয়ে গেলে যে সময় লাগে, পায়ে হেঁটে গেলেও প্রায় একই সময় লাগে। নানান কারণ দেখিয়ে সবাই খোঁড়াখুঁড়ি করে, কিন্তু রাস্তা ঠিক করে না কেউ।' 

কাঁচকুড়ার বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, 'দক্ষিণখান থেকে কাঁচকুড়া বাজার যাতায়াতের অন্যতম প্রধান পথটি উন্নয়নের অভাবে অচলাবস্থা হয়ে গেছে। বছরের পর বছর যায়, কিন্তু রাস্তার আর সংস্কার হয় না। এছাড়াও কাঁচকুড়া বাজার থেকে বাওথার, বেতুলী সড়ক, বাতুড়িয়া সড়ক, পলাশিয়া ও আমাইয়া সড়কেরও একই অবস্থা।' 

দক্ষিণখান আশকোনার স্থায়ী বাসিন্দা মো. জুয়েল আজকের পত্রিকাকে বলেন, 'খোঁড়াখুঁড়ি কারণে হাজি ক্যাম্প থেকে গাওয়াইর, প্রেম বাগান, সিটি কমপ্লেক্স, হলান সড়কগুলোর তিন বছর বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে, এরপরও আবার চলছেই খোঁড়াখুঁড়ি। যার ফলে মালবাহী গাড়ি বা প্রাইভেটকার তো দূরের রিকশা-অটোরিকশা দিয়ে চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে। এসব সড়কগুলোতে থেকে মেডিকেল রোড এবং আবদুর রাজ্জাক রোডের অবস্থা আরও ভয়ংকর। তবুও স্থানীয় নেতা-কর্মী কিংবা কাউন্সিলরদের কোনো নজর নেই।' 

দক্ষিণখানের মুন্সিমার্কেট এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, 'খোঁড়াখুঁড়ির আগে প্রাইভেটকার নিয়ে কোন রকম চলাচল করা যেত। খোঁড়াখুঁড়ির পর মোটরসাইকেল নিয়েও চলাচল করতে হিমশিম খেয়ে হয়।' 

শাহ কবীর মাজার রোডে ইজিবাইক চালান দক্ষিণখানের ফরিদ মার্কেটের মিন্টু। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'এক মাস যেতে না যেতে আজমপুর থেকে সিএনজি পাম্প পর্যন্ত ম্যানহোলের ঢাকা তোলে অর্ধেক মাস লাগিয়ে পরিষ্কারের কাজ করা হয়। এ সময়টুকু সড়কে লেগে থাকে তীব্র যানজট। পাঁচ মিনিটের পথ এক ঘণ্টায়ও পারি দিতে পারি না। আবার মাজার থেকে চামুরখান সড়কের এতই খারাপ অবস্থা, যাত্রী নিয়ে গেলে মনে হয় ব্যথার জন্য সঙ্গে হাত-পা নেই বুঝি।' 
 
তুরাগের বাদালদির স্থানীয় বাসিন্দা ও পেশা ব্যবসায়ী মো. আবদুল হালিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'তুরাগের বাদালদি ও বাউনিয়া সড়কের খোঁড়াখুঁড়ির কারণে করুণ দশা। গত পাঁচ বছরের বেশি সময় ধরে কোন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুই তিনটি করে দুর্ঘটনা ঘটছে। তবুও কেউ কোন সংস্কার করছে না।' 

এছাড়াও তুরাগবাসী আরও জানায়, তুরাগের চণ্ডালভোগ মধ্যপাড়ার সড়ক, নলভোগের প্রধান সড়ক, তারারটেক রোড, রানাভোলা, ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, ভাবনারটেক, ধরঙ্গেরটেক ও রাজাবাড়ি এলাকায় দশ বছরের বেশি সময় ধরে মেলেনি কোন উন্নয়নের ছোঁয়া। যার ফলে বাসা বাড়ি, দোকানপাট ও মার্কেটও সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়। 

তুরাগের চণ্ডালভোগ এলাকার স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বাবু আজকের পত্রিকাকে। বলেন, 'আমার বয়স ২০ বছর। আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন দেখিনি।' 

এছাড়াও রাজধানীর ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) উন্নয়নের খোঁড়াখুঁড়ির পুরো সড়কই ভাঙাচোরা। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 

এ বিষয়ে ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসান আজকের পত্রিকাকে বলেন, 'মাননীয় মেয়র মহোদয় কিছুদিনের মধ্যে এলাকার রাস্তাঘাটের সংস্কারের আশ্বাস দিয়েছেন। আমরা একটু অপেক্ষা করি।' তিনি বলেন, 'মাঝে মাঝে একটু একটু করে বরাদ্দ আসে, ওই বরাদ্দ দিয়েই প্রায় সবই ওয়ার্ডের উন্নয়নকাজ করা হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত