Ajker Patrika

শ্বশুরবাড়িতে ডেকে এনে ব্যক্তিকে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
শ্বশুরবাড়িতে ডেকে এনে ব্যক্তিকে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মারপিটে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম খোকন মিয়া (৪৫)। এ ঘটনায় আজ শনিবার হত্যা মামলা করা হয়েছে। মামলায় মো. আকাশ (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত খোকন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দীরবন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, খোকন মিয়া ঢাকায় থেকে প্রাইভেটকার চালাতেন। তাঁর স্ত্রীর নাম মোছা. হোসনা (৩৫)। এই দম্পতির তিন সন্তান আছে। পারিবারিক বিরোধের জের ধরে মাস দুয়েক আগে সন্তানদের রেখে একই গ্রামের বাবা বাড়িতে চলে যায় হোসনা। প্রতি সপ্তাহে খোকন মিয়া বাড়িতে গেলে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতেন। 

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে খোকন মিয়া ঢাকা থেকে বাড়িতে গেলে স্ত্রী হোসনা মোবাইলে কল করে স্বামীকে তাঁদের বাড়িতে যেতে বলেন। স্ত্রীর ফোন পেয়ে রাত সোয়া ১১টার দিকে খোকন মিয়া শ্বশুরবাড়িতে গেলে সেখানে আটকে রেখে তাঁকে মারপিট করা হয়। মারপিটে খোকন মিয়া গুরুতর আহত হলে তাঁকে পরদিন গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় আজ শনিবার খোকন মিয়ার ছোট বোন মোছা. শিউলী আক্তার বাদী হয়ে স্ত্রী হোসনাসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ মামলার ২ নম্বর আসামি মো. আকাশ মিয়াকে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত