নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য অপশক্তিকে কঠোর হাতে দমন করবে পুলিশ।
আজ বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মাহবুব উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশ একাত্তরের চেতনায় উজ্জীবিত। একাত্তরে যারা জীবন দিয়েছিল, আমরা তাঁদের চেতনায় উজ্জীবিত। আমরা পুলিশ একাত্তরে তাঁদের ষড়যন্ত্র রুখে দিয়েছি, পঁচাত্তরে আমাদের পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান তাঁর বুকের রক্ত দিয়েছে। আমরা ২০১২-১৩ সালে আমাদের রক্ত দিয়েছি। আমাদের পুড়িয়ে মেরেছে, কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন হতে দিইনি।’
ডিএমপি কমিশনার বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে একটি কারণ ছিল। আর সেটি হলো বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। সেটা করতে পারলে যারা পাকিস্তানের দোসর, তারা আবার বাংলাদেশকে পাকিস্তান করতে পারত। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে যদি নেতৃত্বশূন্য করা যায়, তবে তাদের পেয়ারা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে।
জঙ্গিবাদ আমদানি করে পুলিশকে দমনের চেষ্টা করা হয়েছে জানিয়ে ডিএমপির প্রধান বলেন, ‘আবার সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন পরশু একাত্তরের সেই পরাজিত শক্তি আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছে। আমরা কঠোর হাতে অতীতেও এটি দমন করেছি, বর্তমান ও ভবিষ্যতেও এই অপশক্তিকে দমন করে যাব। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমন্বিত রাখার জন্য একাত্তরে সক্রিয় ছিলাম, থাকব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় আরও বক্তব্য দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত বিশেষ শাখার (এসবি) সদস্য সিদ্দিকুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন আইজিপি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য অপশক্তিকে কঠোর হাতে দমন করবে পুলিশ।
আজ বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মাহবুব উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশ একাত্তরের চেতনায় উজ্জীবিত। একাত্তরে যারা জীবন দিয়েছিল, আমরা তাঁদের চেতনায় উজ্জীবিত। আমরা পুলিশ একাত্তরে তাঁদের ষড়যন্ত্র রুখে দিয়েছি, পঁচাত্তরে আমাদের পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান তাঁর বুকের রক্ত দিয়েছে। আমরা ২০১২-১৩ সালে আমাদের রক্ত দিয়েছি। আমাদের পুড়িয়ে মেরেছে, কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন হতে দিইনি।’
ডিএমপি কমিশনার বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে একটি কারণ ছিল। আর সেটি হলো বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। সেটা করতে পারলে যারা পাকিস্তানের দোসর, তারা আবার বাংলাদেশকে পাকিস্তান করতে পারত। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে যদি নেতৃত্বশূন্য করা যায়, তবে তাদের পেয়ারা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে।
জঙ্গিবাদ আমদানি করে পুলিশকে দমনের চেষ্টা করা হয়েছে জানিয়ে ডিএমপির প্রধান বলেন, ‘আবার সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন পরশু একাত্তরের সেই পরাজিত শক্তি আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছে। আমরা কঠোর হাতে অতীতেও এটি দমন করেছি, বর্তমান ও ভবিষ্যতেও এই অপশক্তিকে দমন করে যাব। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমন্বিত রাখার জন্য একাত্তরে সক্রিয় ছিলাম, থাকব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় আরও বক্তব্য দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত বিশেষ শাখার (এসবি) সদস্য সিদ্দিকুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন আইজিপি।
‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা...
২ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জে দুই দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেকে ঋণের টাকায় দুধ উৎপাদনের গাভি না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। কেউ অন্য ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন। কেউ আবার অন্যের গোয়ালঘর দেখিয়ে ঋণ নিয়েছেন।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
২ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
২ ঘণ্টা আগে