Ajker Patrika

খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫৫
খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

রাজধানীর খিলক্ষেতে বাসার ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সপ্তম তলার ছাদ থেকে নিচে পড়ে গেলে মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শুক্রবার রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত আদিব কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার রুহুল আমিনের ছেলে। বর্তমানে খিলক্ষেত বোটঘাট নামাপাড়া চানাচুর গলির একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত। 

আদিবের বাবা রুহুল আমিন জানান, আদিব স্থানীয় আলমানার স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইবোনের মধ্যে আদিব ছিল বড়। 

দুপুরে বাসার সবাই ঘুমিয়ে থাকলে আদিব একাই ছাদে ঘুড়ি ওড়াতে যায়। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানেে মারা যায় আদিব। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত