Ajker Patrika

কোকেন চোরাচালান: পেরুর এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫: ১৩
কোকেন চোরাচালান: পেরুর এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড 

ভয়ংকর মাদক কোকেন চোরাচালানের দায়ে পেরুর এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। 

পেরুর ওই নাগরিকের নাম জেইমি বার্ডলেস গোমেজ। রায় ঘোষণার সময় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আবার রায় ঘোষণার পর সাজা-পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয় তাঁকে। 

একই মামলায় দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় তাঁদের। যদিও ওই দুজন পলাতক রয়েছেন। তাদের গোমেজের সহযোগী হিসেবে মামলায় উল্লেখ করা হয়।

আদালত রায়ে বলেছেন, আসামির হাজতবাস মোট সাজা থেকে বাদ যাবে। আবার আসামি ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। 

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর দুই কেজি ৩০০ গ্রাম কোকেনসহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। 

একই বছরের ১৫ ডিসেম্বর গোমেজসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে আটজন বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত