নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে শাহবাগ থানায় অভিযোগটি দায়ের করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে গত শুক্রবার বেলা ২টায় শ্রীলঙ্কার চলমান আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাঁকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’
অভিযোগের বিষয়ে সাচ্ছু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন আগে নুরুল হক নুর তাঁর ফেসবুক স্ট্যাটাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, শেখ মুজিব যাতে শেষ মুজিব না হয়ে যায়। যেখানে জাতির পিতা আমাদের বাংলাদেশের স্থপতি সেখানে সে তো এটা বলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু এটা লিখেছে তাই তথ্যপ্রযুক্তি আইনে আজ (রোববার) দুপুরে শাহবাগ থানায় অভিযোগটা দায়ের করেছি।’
ওসি মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘‘সাধারণ ডায়েরি করে অভিযোগটি আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তাদের মতামত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘যে পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি একটি ভুয়া পেজ। আমার অফিশিয়াল পেজ থেকেও এটি পোস্ট দেওয়া আছে। সেই পেজ থেকে যা পোস্ট দেওয়া হয়েছে তা অবশ্যই দুঃখজনক এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, পেজটা কারা চালায় এবং এ ধরনের পোস্ট যে দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে শাহবাগ থানায় অভিযোগটি দায়ের করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে গত শুক্রবার বেলা ২টায় শ্রীলঙ্কার চলমান আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাঁকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’
অভিযোগের বিষয়ে সাচ্ছু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন আগে নুরুল হক নুর তাঁর ফেসবুক স্ট্যাটাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, শেখ মুজিব যাতে শেষ মুজিব না হয়ে যায়। যেখানে জাতির পিতা আমাদের বাংলাদেশের স্থপতি সেখানে সে তো এটা বলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু এটা লিখেছে তাই তথ্যপ্রযুক্তি আইনে আজ (রোববার) দুপুরে শাহবাগ থানায় অভিযোগটা দায়ের করেছি।’
ওসি মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘‘সাধারণ ডায়েরি করে অভিযোগটি আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তাদের মতামত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘যে পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি একটি ভুয়া পেজ। আমার অফিশিয়াল পেজ থেকেও এটি পোস্ট দেওয়া আছে। সেই পেজ থেকে যা পোস্ট দেওয়া হয়েছে তা অবশ্যই দুঃখজনক এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, পেজটা কারা চালায় এবং এ ধরনের পোস্ট যে দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’
‘জুলাই ৩৬: মুক্তির উৎসবে’ অংশ না নেওয়ায় ব্যান্ড আর্টসেলের বিরুদ্ধে সাড়ে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাক্তন সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। আজ রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন।
১০ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সূত্র জানায়, ২০১১ সাল থেকে শিক্ষক-কর্মকর্তাদের জিপিএফের ১০ শতাংশ কর্তনের তহবিল থেকে রূপালী ব্যাংকের মাধ্যমে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য ঋণ চালু করা হয়। নিয়ম অনুযায়ী কিস্তি পরিশোধ হলেও দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা তা ব্যাংকে জমা দেননি। অভ্যন্তরীণ অডিটে
১৪ মিনিট আগেরাজধানীর মহাখালীতে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
১৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। আজ রোববার (১৭ জুন) সকালে ও বিকেলে পৃথক দুটি ঘটনায় তারা মারা যায়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবার পানিতে প্রাণ যায় চাচাতো দুই ভাইয়ের।
২১ মিনিট আগে