মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ শহরে সুন্নতে খতনার সময় ছয় বছরের এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই শিশুর নাম মো. মোরসালিন। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের মানিকপুর এলাকার রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শিশুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু মোরসালিন জেলার গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামের শামীম হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে জেলা সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার লোহারপুল গ্রামে নানা সাজ্জাদ হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল।
শিশু মোরসালিনের বাবা শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে তাঁর ছেলের নানাবাড়ির লোকজন সিদ্ধান্ত নেন সুন্নতে খতনা করার। সেই মোতাবেক গতকাল বিকেলে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল ইসলামের দ্বারস্থ হন।
এ সময় ওই চিকিৎসক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এতে শিশুর রক্তক্ষরণ হতে থাকে। পরে দ্রুত তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে। শিশুর বাবা বলেন, ‘আগে আমার ছেলে সুস্থ হোক। তারপর চিকিৎসকের বিরুদ্ধে বিচার চাইব।’
এ ব্যাপারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল জানান, ২০১১ সালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তিনি অবসর নেন। এর পর থেকে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন তিনি। তিনি বলেন, ‘শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এর জন্য আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ঘটনার সঙ্গে সঙ্গে আমি ওই শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাই।’
মুন্সিগঞ্জ শহরে সুন্নতে খতনার সময় ছয় বছরের এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই শিশুর নাম মো. মোরসালিন। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের মানিকপুর এলাকার রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শিশুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু মোরসালিন জেলার গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামের শামীম হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে জেলা সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার লোহারপুল গ্রামে নানা সাজ্জাদ হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল।
শিশু মোরসালিনের বাবা শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে তাঁর ছেলের নানাবাড়ির লোকজন সিদ্ধান্ত নেন সুন্নতে খতনা করার। সেই মোতাবেক গতকাল বিকেলে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল ইসলামের দ্বারস্থ হন।
এ সময় ওই চিকিৎসক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এতে শিশুর রক্তক্ষরণ হতে থাকে। পরে দ্রুত তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে। শিশুর বাবা বলেন, ‘আগে আমার ছেলে সুস্থ হোক। তারপর চিকিৎসকের বিরুদ্ধে বিচার চাইব।’
এ ব্যাপারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল জানান, ২০১১ সালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তিনি অবসর নেন। এর পর থেকে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন তিনি। তিনি বলেন, ‘শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এর জন্য আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ঘটনার সঙ্গে সঙ্গে আমি ওই শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে