Ajker Patrika

বালিয়াকান্দির জামালপুরে থামবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, উচ্ছ্বসিত স্থানীয়রা 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বালিয়াকান্দির জামালপুরে থামবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, উচ্ছ্বসিত স্থানীয়রা 

গোপালগঞ্জ–রাজশাহী রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ষ্টপেজ (যাত্রাবিরতি) পেল রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জামালপুরবাসী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা ট্রেনটি নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে বাণিজ্যিকভাবে যাত্রাবিরতি শুরু করে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দিত এলাকাবাসী। 

ট্রেনটি নিয়মিত যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) চিফ অপারেটিং সুপারিনটেন্ড মো. আব্দুল আওয়াল। এদিকে আজ সকালে ট্রেনের যাত্রাবিরতির সংবাদে ট্রেনে উঠতে এবং সেটি দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ ভিড় করেন। 

যাত্রাবিরতিতে ট্রেন থামার পর নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সব যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন মিয়া। বিভিন্ন স্থান থেকে আসে বেশ কয়েকটি বাদক দল। 

এর আগে, আজ সকাল ৮টার দিকে নলিয়া রেলস্টশন এলাকায় ট্রেনের যাত্রাবিরতি উপলক্ষে আলোচনা সভা হয়। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু এতে সভাপতিত্ব করেন। 

আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রেলওয়ে (পাকশী) বিভাগের সহকারী প্রকৌশলী ফারহান মাহমুদ বিদুৎ প্রকৌশলী (পাকশী) শরিফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান। 

রেলস্টেশনে আসা ইয়াকুব আলী বলেন, ‘গত দুই রাত ধরে জামালপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে। আনন্দে একাকার হয়ে আছে এই এলাকার মানুষ। অনেক দিনের দাবি পূরণ হওয়ায় বেশ ভালো লাগছে।’ 

ফিটা কেটে নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে বাণিজ্যিকভাবে যাত্রাবিরতি শুরু করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ছবি: আজকের পত্রিকা ষাটোর্ধ্ব নির্মল বিশ্বাস বলেন, ‘গোপালগঞ্জ যাওয়ার ট্রেনটি আমাদের এলাকার ষ্টেশনে থামছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তাই চোখের দেখা দেখতে এসেছি।’ 

কলেজছাত্র মহিউদ্দিন বলেন, ‘ট্রেনের ভ্রমণ দারুণ মজার। আমরা ছাত্র হওয়ায় অল্প টাকায় বিভিন্ন স্থানে যেতে পারব। আর আজ ট্রেনটি প্রথমবার ষ্টেশনে থামায় দেখতে এসেছিলাম। দারুণ অনুভূতি কাজ করছে মনে।’ 

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া বলেন, ‘আমাদের প্রাণের দাবিটি শুনেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম। তিনি এই এলাকার মানুষের কথা চিন্তা করে গোপালগঞ্জ–রাজশাহী রুটের ট্রেনটি নলিয়াগ্রাম ষ্টেশনে ষ্টপেজ করেছেন। জামালপুর একটি বাণিজ্যিক এলাকা, জামালপুর তথা পুরো বালিয়াকান্দির বাণিজ্যিকীকরণে এই ট্রেনটি ভূমিকা রাখবে।’ 

উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষের জন্য খাবারের আয়োজন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত