Ajker Patrika

টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪: ০২
টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মাসুদ রানা (২৪) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত ৪টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ভাড়া বাড়িতে মাসুদ রানার ঝুলন্ত মরদেহ আবিষ্কার করেন তাঁর স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মাসুদ রানা (২৪) নেত্রকোনা জেলার সদর থানার দিপপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। টঙ্গীর পাগাড় এলাকায় নাসির উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, মাসুদ পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। গত মঙ্গলবার রাতে স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাতে স্ত্রী নার্গিসসহ ঘুমিয়ে পড়েন তিনি। আজ বুধবার ভোরে পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখতে পান নার্গিস। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত