Ajker Patrika

জামাল উদ্দিনের বক্তব্য আমরা সমর্থন করি না: ঢাবি শিক্ষক সমিতি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ২১: ১০
জামাল উদ্দিনের বক্তব্য আমরা সমর্থন করি না: ঢাবি শিক্ষক সমিতি

‘নির্বাচন ছাড়াই জাতীয় সংসদ ও সরকারের মেয়াদ ৫ বছর বাড়ানোর’—দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা শিক্ষক সমিতি সমর্থন করে না, এটি তাঁর একান্ত ব্যক্তিগত বক্তব্য বলে মনে করে শিক্ষক সমিতি। 

আজ বুধবার সন্ধ্যায় সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে শুধু ড. আ ক ম জামাল উদ্দিনের বক্তব্যকে শিক্ষক সমিতির ব্যানারে গণমাধ্যমে উপস্থাপন করায় প্রতিবাদ জানায় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমাবেশে সকল মত ও পথের শিক্ষকগণ অংশগ্রহণ করেন এবং তাদের মত নিজস্ব দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকল সময়ই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান করে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে দৃঢ় ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এ সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমাবেশে যে বক্তব্য ড. আ ক ম জামাল উদ্দিন রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তা সমর্থন করে না। এটি তার ব্যক্তিগত বক্তব্য, শিক্ষক সমিতির বক্তব্য নয়।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বাস করে সকল দল ও জনগণের অংশগ্রহণের মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ও এ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। ড. আ ক ম জামাল উদ্দিন শিক্ষক সমিতির কার্যকরী পরিষদেরও সদস্য নন।’ 

উল্লেখ্য, ২২ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের শাস্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে নির্বাচন ছাড়াই পাঁচ বছর সরকারের মেয়াদ বাড়ানোর দাবি করেন আ ক ম জামাল উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত