বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখেত থেকে ইয়ামিন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের পাটখেতে মরদেহটি দেখে পরিবারের লোকজনকে জানালে তাঁরা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
ইয়ামিন গোসাই গোবিন্দপুর গ্রামের মো. নাসির শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মসজিদের মাইকে শিশু নিখোঁজের ঘোষণা শুনে তাদের ঘুম ভেঙে যায়। গ্রামবাসী তখনই চারপাশ ঘিরে ফেলে। সকালে পাশের একটি পাটখেতে তাঁর উলঙ্গ মরদেহ দেখতে পাওয়া যায়।
শিশু ইয়ামিনের দাদা মহিদ শেখ বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় ইয়ামিনকে নিয়ে ওর ফুফুর বাড়ি বেড়াতে যাই। সেখানে রাতের খাবার শেষ করে বাড়ি ফিরে আসি। রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়ি। ইয়ামিন আমাদের কাছেই ঘরের বারান্দার ছোট রুমে ছিল রাতে। এটার কোনো দরজা নেই। রাতে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। রাত ৩টার দিকে ইয়ামিনের দাদি ওকে দেখতে না পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেয়। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন।’
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, শিশুটিাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।’
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখেত থেকে ইয়ামিন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের পাটখেতে মরদেহটি দেখে পরিবারের লোকজনকে জানালে তাঁরা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
ইয়ামিন গোসাই গোবিন্দপুর গ্রামের মো. নাসির শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মসজিদের মাইকে শিশু নিখোঁজের ঘোষণা শুনে তাদের ঘুম ভেঙে যায়। গ্রামবাসী তখনই চারপাশ ঘিরে ফেলে। সকালে পাশের একটি পাটখেতে তাঁর উলঙ্গ মরদেহ দেখতে পাওয়া যায়।
শিশু ইয়ামিনের দাদা মহিদ শেখ বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় ইয়ামিনকে নিয়ে ওর ফুফুর বাড়ি বেড়াতে যাই। সেখানে রাতের খাবার শেষ করে বাড়ি ফিরে আসি। রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়ি। ইয়ামিন আমাদের কাছেই ঘরের বারান্দার ছোট রুমে ছিল রাতে। এটার কোনো দরজা নেই। রাতে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। রাত ৩টার দিকে ইয়ামিনের দাদি ওকে দেখতে না পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেয়। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন।’
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, শিশুটিাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
২ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে