কিশোরগঞ্জ প্রতিনিধি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, ‘আমাদের সৌভাগ্য এ জেলায় (কিশোরগঞ্জ) তিনটি মেডিকেল কলেজ আছে। কিন্তু তারপরও কেন আমাদের ঢাকা যেতে হয়? আমরা কেন নির্ভরতার জায়গায় পৌঁছাতে পারছি না? এ বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘কিশোরগঞ্জে যারা চিকিৎসা করাতে আসে তারা অধিকাংশই গরিব মানুষ। চিকিৎসার নামে এসব গরিব মানুষের রক্ত চুষে খেতে হলে চিন্তা-ভাবনা করতে হবে।’
তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগ আসে ইদানীং ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসা হচ্ছে। আমরা যারা এ রিলেটেড কাজ করি, তাদের আরও সাবধান হতে হবে। এমন অভিযোগও আছে, এনেস্থিসিয়া কোনো ডাক্তার দেয়নি, ওয়ার্ড বয় দিয়েছে। এ ধরনের অভিযোগ যদি আরও আসে, আমরা সোচ্চার হব। আমরা কাউকে ছাড় দেব না।’
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এতে মেডিকেল কলেজ ও বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, ‘আমাদের সৌভাগ্য এ জেলায় (কিশোরগঞ্জ) তিনটি মেডিকেল কলেজ আছে। কিন্তু তারপরও কেন আমাদের ঢাকা যেতে হয়? আমরা কেন নির্ভরতার জায়গায় পৌঁছাতে পারছি না? এ বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘কিশোরগঞ্জে যারা চিকিৎসা করাতে আসে তারা অধিকাংশই গরিব মানুষ। চিকিৎসার নামে এসব গরিব মানুষের রক্ত চুষে খেতে হলে চিন্তা-ভাবনা করতে হবে।’
তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগ আসে ইদানীং ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসা হচ্ছে। আমরা যারা এ রিলেটেড কাজ করি, তাদের আরও সাবধান হতে হবে। এমন অভিযোগও আছে, এনেস্থিসিয়া কোনো ডাক্তার দেয়নি, ওয়ার্ড বয় দিয়েছে। এ ধরনের অভিযোগ যদি আরও আসে, আমরা সোচ্চার হব। আমরা কাউকে ছাড় দেব না।’
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এতে মেডিকেল কলেজ ও বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৬ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে