Ajker Patrika

৩টি মেডিকেল থাকারও পর কেন ঢাকায় যেতে হয়: এমপি তৌফিকের প্রশ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩টি মেডিকেল থাকারও পর কেন ঢাকায় যেতে হয়: এমপি তৌফিকের প্রশ্ন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, ‘আমাদের সৌভাগ্য এ জেলায় (কিশোরগঞ্জ) তিনটি মেডিকেল কলেজ আছে। কিন্তু তারপরও কেন আমাদের ঢাকা যেতে হয়? আমরা কেন নির্ভরতার জায়গায় পৌঁছাতে পারছি না? এ বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘কিশোরগঞ্জে যারা চিকিৎসা করাতে আসে তারা অধিকাংশই গরিব মানুষ। চিকিৎসার নামে এসব গরিব মানুষের রক্ত চুষে খেতে হলে চিন্তা-ভাবনা করতে হবে।’

তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগ আসে ইদানীং ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসা হচ্ছে। আমরা যারা এ রিলেটেড কাজ করি, তাদের আরও সাবধান হতে হবে। এমন অভিযোগও আছে, এনেস্থিসিয়া কোনো ডাক্তার দেয়নি, ওয়ার্ড বয় দিয়েছে। এ ধরনের অভিযোগ যদি আরও আসে, আমরা সোচ্চার হব। আমরা কাউকে ছাড় দেব না।’

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এতে মেডিকেল কলেজ ও বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত