নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারকাজ পরিচালনার জন্য পূর্ব নির্ধারিত সময়ে এজলাসে না ওঠায় আইনজীবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিচারক। আইনজীবীরা তুমুল হট্টগোল করার পর এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন তিনি। আজ সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে।
পরে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিচারক মো. আছাদুজ্জামান আবার বিচারকাজ পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সূত্রে জানা গেছে, ঢাকার মহানগর দায়রা আদালতে বিচারক সকাল ৯টা ৩০ মিনিটে বিচার কাজ শুরু করবেন বলে সময় নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আজ তিনি সকাল ৯টা ৫১ মিনিটে এজলাসে ওঠেন। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘বিভিন্ন আদালতে আমাদের মামলা থাকে। নির্ধারিত সময়ে এজলাসে না উঠলে আমাদের অন্যান্য আদালতে মামলা পরিচালনা করতে অসুবিধা হয়। আপনি নির্ধারিত সময়ে ওঠেন না অথচ আমরা একটু দেরিতে আসলে সেই মামলার শুনানি গ্রহণ করেন না। এটা অবিচার।’
বিচারক এতে রেগে যান। তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়িয়ে যান। একপর্যায়ে এজলাসে উপস্থিত সব আইনজীবীরা তুমুল হট্টগোল শুরু করেন। বিচারক বাধ্য হয়ে এজলাস থেকে নেমে যান। তিনি খাস কামরায় অপেক্ষা করতে থাকেন।
আদালতে এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা বিচারকের নিরাপত্তার জন্য আসেন ও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এ সময় ঢাকা বারের সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু এসে আইনজীবীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান। তারা খাস কামরায় ঢুকে বিচারকের সঙ্গে আলাপ-আলোচনা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিচারক পুনরায় এজলাসে উঠে মামলা পরিচালনা করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে নির্ধারিত সময়ে আদালত বিচারক আজ পরিচালনা করবেন। বিচারক এজলাসে উঠে আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো আবেদন থাকলে সকাল দশটায় আদালতকে জানাবেন। কোন কারণে কোন আবেদন যথাসময়ে করতে ব্যর্থ হলে বেলা ১১টার মধ্যে ওই আবেদন করবেন।
আদালতে উপস্থিত আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বিচারক ঢাকা মহানগর দায়রা আদালতে যোগদানের পর তিনি খামখেয়ালিভাবে মামলা পরিচালনা করে আসছেন। আজ সোমবার সকালেও নির্ধারিত সময়ে এজলাসে না ওঠার কারণে আইনজীবীরা ক্ষিপ্ত হন এবং হট্টগোল করেন।
সরকারি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদালত চলার নির্দেশনা রয়েছে। আদালত তাদের নিজস্ব সূচি নির্ধারণ করে দিয়েছেন। বিভিন্ন আদালতে একজন আইনজীবীর বিভিন্ন মামলা থাকায় সময়সূচি অনুযায়ী বিচারকেরা এজলাসে না উঠলে আইনজীবীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।
ঢাকার আদালতের একজন সরকারি কৌঁসুলি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বিকাল ৩টায় এজলাসে ওঠে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা পরিচালনা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে তিনি বিচার কাজ পরিচালনা করেছেন।
গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে ইয়াবা পাচারকারী দলের মূল হোতা ইউনুস মিয়া ওরফে লিটনকে জামিন দিয়েও তিনি আলোচনায় আসেন। ৩৮ হাজার ৮৮৭ পিস ইয়াবা পাচারের ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় দায়ের করা এই মামলায় লিটনকে জামিন দেওয়া হয়। মাসখানেক আগেই লিটনের জামিন হাইকোর্টে নামঞ্জুর হয়েছিল।
বিচারকাজ পরিচালনার জন্য পূর্ব নির্ধারিত সময়ে এজলাসে না ওঠায় আইনজীবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিচারক। আইনজীবীরা তুমুল হট্টগোল করার পর এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন তিনি। আজ সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে।
পরে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিচারক মো. আছাদুজ্জামান আবার বিচারকাজ পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সূত্রে জানা গেছে, ঢাকার মহানগর দায়রা আদালতে বিচারক সকাল ৯টা ৩০ মিনিটে বিচার কাজ শুরু করবেন বলে সময় নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আজ তিনি সকাল ৯টা ৫১ মিনিটে এজলাসে ওঠেন। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘বিভিন্ন আদালতে আমাদের মামলা থাকে। নির্ধারিত সময়ে এজলাসে না উঠলে আমাদের অন্যান্য আদালতে মামলা পরিচালনা করতে অসুবিধা হয়। আপনি নির্ধারিত সময়ে ওঠেন না অথচ আমরা একটু দেরিতে আসলে সেই মামলার শুনানি গ্রহণ করেন না। এটা অবিচার।’
বিচারক এতে রেগে যান। তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়িয়ে যান। একপর্যায়ে এজলাসে উপস্থিত সব আইনজীবীরা তুমুল হট্টগোল শুরু করেন। বিচারক বাধ্য হয়ে এজলাস থেকে নেমে যান। তিনি খাস কামরায় অপেক্ষা করতে থাকেন।
আদালতে এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা বিচারকের নিরাপত্তার জন্য আসেন ও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এ সময় ঢাকা বারের সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু এসে আইনজীবীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান। তারা খাস কামরায় ঢুকে বিচারকের সঙ্গে আলাপ-আলোচনা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিচারক পুনরায় এজলাসে উঠে মামলা পরিচালনা করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে নির্ধারিত সময়ে আদালত বিচারক আজ পরিচালনা করবেন। বিচারক এজলাসে উঠে আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো আবেদন থাকলে সকাল দশটায় আদালতকে জানাবেন। কোন কারণে কোন আবেদন যথাসময়ে করতে ব্যর্থ হলে বেলা ১১টার মধ্যে ওই আবেদন করবেন।
আদালতে উপস্থিত আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বিচারক ঢাকা মহানগর দায়রা আদালতে যোগদানের পর তিনি খামখেয়ালিভাবে মামলা পরিচালনা করে আসছেন। আজ সোমবার সকালেও নির্ধারিত সময়ে এজলাসে না ওঠার কারণে আইনজীবীরা ক্ষিপ্ত হন এবং হট্টগোল করেন।
সরকারি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদালত চলার নির্দেশনা রয়েছে। আদালত তাদের নিজস্ব সূচি নির্ধারণ করে দিয়েছেন। বিভিন্ন আদালতে একজন আইনজীবীর বিভিন্ন মামলা থাকায় সময়সূচি অনুযায়ী বিচারকেরা এজলাসে না উঠলে আইনজীবীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।
ঢাকার আদালতের একজন সরকারি কৌঁসুলি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বিকাল ৩টায় এজলাসে ওঠে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা পরিচালনা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে তিনি বিচার কাজ পরিচালনা করেছেন।
গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে ইয়াবা পাচারকারী দলের মূল হোতা ইউনুস মিয়া ওরফে লিটনকে জামিন দিয়েও তিনি আলোচনায় আসেন। ৩৮ হাজার ৮৮৭ পিস ইয়াবা পাচারের ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় দায়ের করা এই মামলায় লিটনকে জামিন দেওয়া হয়। মাসখানেক আগেই লিটনের জামিন হাইকোর্টে নামঞ্জুর হয়েছিল।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২১ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি মোটরসাইকেল। আজ বুধবার বিকেল ৫টার দিকে চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেকিশোরগঞ্জের তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই এসব সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।
১ ঘণ্টা আগে