Ajker Patrika

রামপুরায় বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রামপুরায় বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে গাজী নাজিউর রহমান নাদিম (২৩) নামে এক শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ এর শিক্ষার্থী ছিলেন। 

আজ বৃহস্পতিবার ৮টার দিকে পূর্ব রামপুরা ব্যাংক কলোনীর বাসায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে ওই শিক্ষার্থীর বাবা নুরুল আমিন বলেন, রাতে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে ছিল নাদিম। তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে কৌশলে দরজা খুলে দেখা তারা দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ছেলে। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

কি কারনে তিনি গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা। নাদিম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ এর শিক্ষার্থী ছিলেন। 

ঢামেক হাসপাতালেরর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত