কোভিড-১৯ ভ্যাকসিন একটি সর্বজনীন জনসম্পদ। এটি গণমানুষের টিকা। টিকা মুনাফার জন্য নয়, জীবন বাঁচানোর জন্য। আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স–বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার কোভিড প্রতিরোধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শুরু থেকেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ট্রিপস ওয়েভারের দাবি জানানো হচ্ছে। এ পর্যন্ত টিকা কেনার জন্য প্রায় সাত হাজার কোটি টাকার ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেপন্স এ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ পর্যন্ত বাংলাদেশে ৫০ কোটি ডলার ঋণের অনুমোদন পেয়েছে। এই অর্থ দেশিয় মুদ্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকার মতো। এছাড়া এডিবি ও জাইকাসহ অন্যন্য ঋণদাণকারী সংস্থার কাছে ঋণপাওয়ার আবেদন প্রক্রিয়াধীন আছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকার এ পর্যন্ত ২ বিলিয়ন ডলার টিকা কেনা, পরিবহন, সংরক্ষণ ও দেওয়ার খাতে খরচ করার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে ৭০ ভাগ মানুষ টিকা পেয়েছেন। এটা পুরোটাই ঋণের টাকা। এই বিপুল পরিমাণ ঋণ রাষ্ট্রকে পরিশোধ করতে হবে। ফলে শিক্ষা, স্বাস্থ্য সেবার মতো জনকল্যানমূলক খাত থেকে বাজেট কমিয়ে আনতে হবে। অথচ বাংলাদেশের ফার্মসিউটিক্যাল কোম্পানিগুলোর এই টিকা তৈরির সক্ষমতা রয়েছে।
কোভিড-১৯ ভ্যাকসিন একটি সর্বজনীন জনসম্পদ। এটি গণমানুষের টিকা। টিকা মুনাফার জন্য নয়, জীবন বাঁচানোর জন্য। আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স–বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার কোভিড প্রতিরোধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শুরু থেকেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ট্রিপস ওয়েভারের দাবি জানানো হচ্ছে। এ পর্যন্ত টিকা কেনার জন্য প্রায় সাত হাজার কোটি টাকার ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেপন্স এ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ পর্যন্ত বাংলাদেশে ৫০ কোটি ডলার ঋণের অনুমোদন পেয়েছে। এই অর্থ দেশিয় মুদ্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকার মতো। এছাড়া এডিবি ও জাইকাসহ অন্যন্য ঋণদাণকারী সংস্থার কাছে ঋণপাওয়ার আবেদন প্রক্রিয়াধীন আছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকার এ পর্যন্ত ২ বিলিয়ন ডলার টিকা কেনা, পরিবহন, সংরক্ষণ ও দেওয়ার খাতে খরচ করার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে ৭০ ভাগ মানুষ টিকা পেয়েছেন। এটা পুরোটাই ঋণের টাকা। এই বিপুল পরিমাণ ঋণ রাষ্ট্রকে পরিশোধ করতে হবে। ফলে শিক্ষা, স্বাস্থ্য সেবার মতো জনকল্যানমূলক খাত থেকে বাজেট কমিয়ে আনতে হবে। অথচ বাংলাদেশের ফার্মসিউটিক্যাল কোম্পানিগুলোর এই টিকা তৈরির সক্ষমতা রয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৯ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৬ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৯ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে