Ajker Patrika

শোক দিবসের র‍্যালি শেষে ফেরার পথে ২ যুবককে জখম

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
শোক দিবসের র‍্যালি শেষে ফেরার পথে ২ যুবককে জখম

জাতীয় শোক দিবসের র‍্যালি শেষে থেকে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন–তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের ভাসানির ছেলে মো. লালন (২৬), জয়নগর এলাকার আব্দুস সালামের ছেলে ওমর ফারুক (৩২)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। 

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার উপজেলার শোক দিবসের র‍্যালি শেষে বাড়ি ফিরছিল মো. লালন, ওমর ফারুকসহ কয়েকজন যুবক। এর আগে থেকে তালেবপুর বাজারে ওত পেতে ছিল দুর্বৃত্তরা। তারা তালেবপুর বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করে। 

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে ওমর ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত