Ajker Patrika

এনআইডিতে মৃত প্রতিবন্ধী বৃদ্ধের মানবেতর জীবন 

ফরিদপুর প্রতিনিধি
এনআইডিতে মৃত প্রতিবন্ধী বৃদ্ধের মানবেতর জীবন 

প্রতিবন্ধী মীর রুস্তম আলী (৮১)। ফরিদপুরের নগরকান্দা উপজেলার আশফোরদী গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত। ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ভোটাধিকার বঞ্চিত হয়েছেন। এমনকি প্রতিবন্ধী ভাতাপ্রাপ্তদের তালিকা থেকেও বাদ দিয়েছে সমাজ সেবা অফিস। গত চার বছর ধরে ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি। 

মীর রুস্তম আলীর অভিযোগ, তার প্রতিবন্ধী ভাতা অন্য কাউকে পাইয়ে দিতে জাতীয় পরিচয়পত্রে তাকে মৃত দেখানো হয়েছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৯ সালে ভোটার তালিকা হাল-নাগাদ করার সময়, আমার ভাতা অন্য কাউকে ভাতা পাইয়ে দিতে মুকন্দপুট্টি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক সালাউদ্দিন মুন্সী টাকার বিনিময়ে প্রতিবেশী মীর কুদ্দুস আলীর যোগসাজশে আমাকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখিয়েছে।’ 

তিনি বলেন, ‘আমি জীবিত থাকতে মৃত ঘোষণা করায়, আমার প্রতিবন্ধী ভাতা বাতিল করে দিয়েছে সমাজ সেবা অফিস। আমি কোনো নির্বাচনে ভোট দিতে পারছি না। মিথ্যা তথ্য দিয়ে আমাকে মৃত ঘোষণা করায়, আমি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমার ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই।’ 

অভিযোগ স্বীকার করে স্কুলশিক্ষক সালাউদ্দিন মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘মীর রুস্তম আলীর প্রতিবেশী মীর কুদ্দুস আলীর তথ্যের ভিত্তিতে তাকে মৃত ঘোষণা করে নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসে ফরম জমা দিয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। আমি সঠিক নিয়ম মেনেই কাজ করেছি।’ 

অপরদিকে মীর কুদ্দুস আলী বলেন, ‘স্কুলশিক্ষক সালাউদ্দিন মুন্সীকে আমি চিনি না। শিক্ষক সালাউদ্দিন মুন্সী আমার কাছে তথ্য নিতে আসেননি। মীর রুস্তম আলী সম্পর্কে আমি এ ধরনের কোনো তথ্য তাকে দিইনি।’ 

প্রতিবন্ধী মীর রুস্তম আলী। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে।’ 

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত