শরীয়তপুর প্রতিনিধি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিসিক শরীয়তপুর কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের টাকা সহ তাঁকে আটক করা হয়।
বিসিক কার্যালয়ে অভিযান পরিচালনা করেন সমন্বিত মাদারীপুর জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান ও সহকারী পরিচালক আক্তারুজ্জামানসহ দুদকের একটি দল। এ অভিযানে সহযোগিতা করে পালং মডেল থানা-পুলিশ।
দুদকের সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এসকেন্দার ঢালী নামে এক ব্যবসায়ী দুদকের সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর আত্মীয় আবুল কালাম ঢালী মেসার্স ঢালী মিনারেল ওয়াটার নামে শরীয়তপুর বিসিক শিল্প নগরীতে ২০০৯ সালে ৪৫০০ বর্গফুটের একটি প্লট বরাদ্দ পান। আবুল কালাম ঢালী প্রবাসে থাকায় তিনি ওই প্লট পরিচালনার জন্য এসকেন্দার ঢালীকে ক্ষমতা প্রদান করেন। ক্ষমতাপ্রাপ্ত এসকেন্দার ঢালী উক্ত প্রকল্পের নাম ও উপখাত পরিবর্তনের জন্য বিসিক শরীয়তপুর জেলা কার্যালয়ে আবেদন করেন। উপ ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন আবেদনটি বিসিক চেয়ারম্যানের অফিসে ফরওয়ার্ড করার জন্য এসকেন্দার ঢালীর কাছে এক লাখ পঁচিশ হাজার টাকা ঘুষ দাবি করেন।’
উপপরিচালক মো. আতিকুর রহমান আরও বলেন, ‘এসকেন্দার ঢালী বাধ্য হয়ে ইতিপূর্বে তাঁকে ৪৭ হাজার টাকা ঘুষ দিয়েছেন। ৫০ হাজার টাকা ঘুষ দিতে চাপ প্রয়োগ করেন উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন। আরও ৫০ হাজার টাকা ঘুষ না দিলে ফরওয়ার্ড বা ফাইলে স্বাক্ষর করবেন না বলে তাঁকে জানিয়ে দেন।’
দুদকের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘এসকেন্দার ঢালী আজ বিসিক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপব্যবস্থাপক মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এ সময় অভিযান চালিয়ে উপব্যবস্থাপক মনির হোসেনকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করা হয়েছে।’
দুদক ও স্থানীয় সূত্র বলছে, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বিসিক শিল্প নগরী অবস্থিত। সেখানে ১০০ টির বেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্লট রয়েছে। বিসিকের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তিনি বিভিন্ন কৌশলে প্রতারণা ও জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁর স্ত্রীর নামে বিসিকে তিনি প্লটও নিয়েছেন। গত ৩০ মার্চ বদলির আদেশ হওয়ার পরও তিনি শরীয়তপুর কার্যালয়ে অফিস করে যাচ্ছেন। তিনি গত ৩০ মার্চের আগের তারিখ দিয়ে বিভিন্ন ফাইলপত্রে স্বাক্ষর করছেন বলে জানান দুদক ও বিসিকের লোকজন। অথচ ১ এপ্রিল থেকে তার বিসিকের বরগুনা জেলা কার্যালয়ে অফিস করার কথা।
এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের একটি দল ফাঁদ মামলা পরিচালনা করে এবং শরীয়তপুর বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়। পরে ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার সময় উপ ব্যবস্থাপক মনির হোসেনকে ঘুষের পঞ্চাশ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিসিক শরীয়তপুর কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের টাকা সহ তাঁকে আটক করা হয়।
বিসিক কার্যালয়ে অভিযান পরিচালনা করেন সমন্বিত মাদারীপুর জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান ও সহকারী পরিচালক আক্তারুজ্জামানসহ দুদকের একটি দল। এ অভিযানে সহযোগিতা করে পালং মডেল থানা-পুলিশ।
দুদকের সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এসকেন্দার ঢালী নামে এক ব্যবসায়ী দুদকের সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর আত্মীয় আবুল কালাম ঢালী মেসার্স ঢালী মিনারেল ওয়াটার নামে শরীয়তপুর বিসিক শিল্প নগরীতে ২০০৯ সালে ৪৫০০ বর্গফুটের একটি প্লট বরাদ্দ পান। আবুল কালাম ঢালী প্রবাসে থাকায় তিনি ওই প্লট পরিচালনার জন্য এসকেন্দার ঢালীকে ক্ষমতা প্রদান করেন। ক্ষমতাপ্রাপ্ত এসকেন্দার ঢালী উক্ত প্রকল্পের নাম ও উপখাত পরিবর্তনের জন্য বিসিক শরীয়তপুর জেলা কার্যালয়ে আবেদন করেন। উপ ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন আবেদনটি বিসিক চেয়ারম্যানের অফিসে ফরওয়ার্ড করার জন্য এসকেন্দার ঢালীর কাছে এক লাখ পঁচিশ হাজার টাকা ঘুষ দাবি করেন।’
উপপরিচালক মো. আতিকুর রহমান আরও বলেন, ‘এসকেন্দার ঢালী বাধ্য হয়ে ইতিপূর্বে তাঁকে ৪৭ হাজার টাকা ঘুষ দিয়েছেন। ৫০ হাজার টাকা ঘুষ দিতে চাপ প্রয়োগ করেন উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন। আরও ৫০ হাজার টাকা ঘুষ না দিলে ফরওয়ার্ড বা ফাইলে স্বাক্ষর করবেন না বলে তাঁকে জানিয়ে দেন।’
দুদকের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘এসকেন্দার ঢালী আজ বিসিক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপব্যবস্থাপক মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এ সময় অভিযান চালিয়ে উপব্যবস্থাপক মনির হোসেনকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করা হয়েছে।’
দুদক ও স্থানীয় সূত্র বলছে, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বিসিক শিল্প নগরী অবস্থিত। সেখানে ১০০ টির বেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্লট রয়েছে। বিসিকের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তিনি বিভিন্ন কৌশলে প্রতারণা ও জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁর স্ত্রীর নামে বিসিকে তিনি প্লটও নিয়েছেন। গত ৩০ মার্চ বদলির আদেশ হওয়ার পরও তিনি শরীয়তপুর কার্যালয়ে অফিস করে যাচ্ছেন। তিনি গত ৩০ মার্চের আগের তারিখ দিয়ে বিভিন্ন ফাইলপত্রে স্বাক্ষর করছেন বলে জানান দুদক ও বিসিকের লোকজন। অথচ ১ এপ্রিল থেকে তার বিসিকের বরগুনা জেলা কার্যালয়ে অফিস করার কথা।
এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের একটি দল ফাঁদ মামলা পরিচালনা করে এবং শরীয়তপুর বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়। পরে ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার সময় উপ ব্যবস্থাপক মনির হোসেনকে ঘুষের পঞ্চাশ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে