সাখাওয়াত ফাহাদ, শরিফুল ইসলাম তনয়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকেই ক্ষুব্ধ। এ নিয়ে ভোটারদের মধ্যে অভিযোগ ও ক্ষোভ ক্রমেই বাড়ছে। আবার বিভিন্ন কেন্দ্রের ভোটকক্ষে হাতির এজেন্ট না থাকা নিয়েও তৈরি হচ্ছে ক্ষোভ।
কয়েকটি কেন্দ্রের ভোটকক্ষে খোঁজ নিয়ে দেখা গেছে, কোনো কক্ষেই হাতির এজেন্ট নেই। কোথায় গেছেন জানতে চাইলে অন্য এজেন্টরা জানান, তাঁরা নিচে গেছেন। কিছু কক্ষে সকাল থেকেই নেই হাতির এজেন্ট। আবার যেসব কক্ষে যাঁরা নিজেদের হাতির এজেন্ট বলে পরিচয় দিয়েছেন, তাঁদের অনেকের গলায় নেই হাতি মার্কার কার্ড। তাঁদের গলায় ঝুলতে দেখা গেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর কার্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কক্ষে যাঁরা হাতির এজেন্ট বলে নিজেদের পরিচয় দিয়েছেন, তাঁরা ক্ষমতাসীন দলের স্থানীয় কর্মী। কয়েকটি কক্ষে হাতির এজেন্টের খোঁজ করে বেরিয়ে আসার সময় অন্য এজেন্টদের হাসাহাসি করতে দেখা গেছে। তবে বেশির ভাগ ভোটকক্ষেই হাতির এজেন্টদের পাওয়া যায়নি। এঁদের মধ্যে অনেকে ভোট শুরুর কিছুক্ষণ পর বেরিয়ে গেছেন। আবার অনেকে সকাল থেকেই আসেননি বলে জানিয়েছেন অন্য এজেন্টরা।
বেশির ভাগ ভোটকেন্দ্রের বাইরেও পাওয়া যায়নি হাতি মার্কার বুথ বা টেবিল। কয়েকটি কেন্দ্রের সামনে ব্যানার থাকলেও নেই কোনো কর্মী বা এজেন্ট।
মিজিমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় ও পাইনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে কয়েকজন হাতি মার্কার এজেন্টকে আড্ডা দিতে দেখা গেল। তাঁদের মধ্যে কোনো ব্যস্ততা দেখা যায়নি। এঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই এলাকায় নৌকা থাকব, হাতি থাকব—সব থাকব।’
তবে হাতির কোনো এজেন্টকেই বের করে দেওয়া বা ভোটকক্ষে ঢুকতে না দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসাররা।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের এক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুর রহমান বলেন, ‘সব কক্ষেই সব প্রার্থীর এজেন্ট আছে। তাঁরা যথানিয়মে এসেছেন, কাজ করছেন। এখানে সে হাতি না ঘোড়া, তা দেখার বিষয় না। কাউকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি—এমন কেউ বলতে পারবে না।’
আরেকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মাশরুর জামান বলেন, ‘গতকাল রাতে সবার আগে হাতি মার্কার লোকজন কার্ড ইস্যু করতে এসেছেন। তাঁদের সবার কার্ডও ইস্যু করা হয়েছে। কিন্তু সকালে তাঁদের কেন্দ্রে উপস্থিত করার দায়িত্ব তো আমার না।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকেই ক্ষুব্ধ। এ নিয়ে ভোটারদের মধ্যে অভিযোগ ও ক্ষোভ ক্রমেই বাড়ছে। আবার বিভিন্ন কেন্দ্রের ভোটকক্ষে হাতির এজেন্ট না থাকা নিয়েও তৈরি হচ্ছে ক্ষোভ।
কয়েকটি কেন্দ্রের ভোটকক্ষে খোঁজ নিয়ে দেখা গেছে, কোনো কক্ষেই হাতির এজেন্ট নেই। কোথায় গেছেন জানতে চাইলে অন্য এজেন্টরা জানান, তাঁরা নিচে গেছেন। কিছু কক্ষে সকাল থেকেই নেই হাতির এজেন্ট। আবার যেসব কক্ষে যাঁরা নিজেদের হাতির এজেন্ট বলে পরিচয় দিয়েছেন, তাঁদের অনেকের গলায় নেই হাতি মার্কার কার্ড। তাঁদের গলায় ঝুলতে দেখা গেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর কার্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কক্ষে যাঁরা হাতির এজেন্ট বলে নিজেদের পরিচয় দিয়েছেন, তাঁরা ক্ষমতাসীন দলের স্থানীয় কর্মী। কয়েকটি কক্ষে হাতির এজেন্টের খোঁজ করে বেরিয়ে আসার সময় অন্য এজেন্টদের হাসাহাসি করতে দেখা গেছে। তবে বেশির ভাগ ভোটকক্ষেই হাতির এজেন্টদের পাওয়া যায়নি। এঁদের মধ্যে অনেকে ভোট শুরুর কিছুক্ষণ পর বেরিয়ে গেছেন। আবার অনেকে সকাল থেকেই আসেননি বলে জানিয়েছেন অন্য এজেন্টরা।
বেশির ভাগ ভোটকেন্দ্রের বাইরেও পাওয়া যায়নি হাতি মার্কার বুথ বা টেবিল। কয়েকটি কেন্দ্রের সামনে ব্যানার থাকলেও নেই কোনো কর্মী বা এজেন্ট।
মিজিমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় ও পাইনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে কয়েকজন হাতি মার্কার এজেন্টকে আড্ডা দিতে দেখা গেল। তাঁদের মধ্যে কোনো ব্যস্ততা দেখা যায়নি। এঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই এলাকায় নৌকা থাকব, হাতি থাকব—সব থাকব।’
তবে হাতির কোনো এজেন্টকেই বের করে দেওয়া বা ভোটকক্ষে ঢুকতে না দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসাররা।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের এক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুর রহমান বলেন, ‘সব কক্ষেই সব প্রার্থীর এজেন্ট আছে। তাঁরা যথানিয়মে এসেছেন, কাজ করছেন। এখানে সে হাতি না ঘোড়া, তা দেখার বিষয় না। কাউকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি—এমন কেউ বলতে পারবে না।’
আরেকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মাশরুর জামান বলেন, ‘গতকাল রাতে সবার আগে হাতি মার্কার লোকজন কার্ড ইস্যু করতে এসেছেন। তাঁদের সবার কার্ডও ইস্যু করা হয়েছে। কিন্তু সকালে তাঁদের কেন্দ্রে উপস্থিত করার দায়িত্ব তো আমার না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে