Ajker Patrika

পাটুরিয়ায় ভোগান্তি ছাড়াই ঘাট পারাপার, চাপ নেই গাড়ির

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৩: ০২
পাটুরিয়ায় ভোগান্তি ছাড়াই ঘাট পারাপার, চাপ নেই গাড়ির

পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের চিত্র। ঈদে একসময় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হতো। সেই দৃশ্য এখন আর নেই। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঘাট পার হচ্ছে যাত্রীরা। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল না থাকায় যানবাহন আসামাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়াই পার হওয়া যাচ্ছে। 

মাগুরার যাত্রী মাহবুব বলেন, ‘সেলফি পরিবহনে করে গাবতলী থেকে দুই ঘণ্টার কম সময়ে ঘাটে আসছি। এখন ফেরিতে উঠব। কোনো ধরনের ভোগান্তি নেই। আগে তো জ্যামে বসে থাকতে হতো।’ 

গাজীপুরের শ্রীপুর থেকে আসা গার্মেন্টসকর্মী সাকিব বলেন, রাজবাড়ী যাচ্ছি। আশুলিয়ার বাইপাইল ও ইপিজেড এলাকায় ঘণ্টা খানেক জ্যামে ছিলাম। তবে ঘাট এলাকা ফাঁকা দেখে ভালো লাগছে। লঞ্চে পার হব। 

কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঘাট পার হচ্ছেন যাত্রীরালঞ্চঘাটের পরিচালক পান্না লাল নন্দী আজকের পত্রিকাকে বলেন, এত দিন বসে থাকতাম। আজ যাত্রীর চাপ বেড়েছে। আজ পাটুরিয়া ঘাটে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পার করছি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি নেই। স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে। ছোট বা বড় গাড়ির কোনো চাপ নেই। 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত