অনলাইন ডেস্ক
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ এর সুরকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ইস্কাটনের বাসভবনে তাঁর মৃত্যু হয়।
সারা আরা মাহমুদের ভগ্নিপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাসির উদ্দীন ইউসুফ জানান, সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াণকালে তিনি তাঁর একমাত্র কন্যা শাওন মাহমুদ, কন্যার জামাতা, তিন ভাই ও দুই বোন রেখে গেছেন।
আগামীকাল সোমবার বাদ জোহর ইস্কাটনের নূর নগর জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা নাই। চলে গেছে। ভাষার মাসেই চলে গেলেন তিনি।’
১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায়। এরপর শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মতো তিনিও আর ফিরে আসেননি।
আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনসংগ্রাম। সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
১৯৭১ সালে ঢাকার রাজারবাগের উল্টো দিকের বাসা থেকে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী, সেদিনের ঘটনার সাক্ষীও ছিলেন তিনি। সেই বর্ণনা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা মাহমুদ।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ এর সুরকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ইস্কাটনের বাসভবনে তাঁর মৃত্যু হয়।
সারা আরা মাহমুদের ভগ্নিপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাসির উদ্দীন ইউসুফ জানান, সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াণকালে তিনি তাঁর একমাত্র কন্যা শাওন মাহমুদ, কন্যার জামাতা, তিন ভাই ও দুই বোন রেখে গেছেন।
আগামীকাল সোমবার বাদ জোহর ইস্কাটনের নূর নগর জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা নাই। চলে গেছে। ভাষার মাসেই চলে গেলেন তিনি।’
১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায়। এরপর শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মতো তিনিও আর ফিরে আসেননি।
আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনসংগ্রাম। সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
১৯৭১ সালে ঢাকার রাজারবাগের উল্টো দিকের বাসা থেকে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী, সেদিনের ঘটনার সাক্ষীও ছিলেন তিনি। সেই বর্ণনা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা মাহমুদ।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৪ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৮ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৬ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে