শিবচর (মাদারীপুর) ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং বয়াটি স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় পদ্মায় দিকনির্ণয়ে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএর মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. কামরুল ইসলাম বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝিরকান্দি রুটে সাতটি ফেরি চলছে।
একই নদীতে দুই নৌপথের একটিতে ফেরি চালু, অন্যটিতে ফেরি চলাচল বন্ধ রাখা প্রসঙ্গে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম, বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে বিধায় অতিরিক্ত স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লাগতে পারে। সে কারণে নদীতে অতিরিক্ত স্রোত থাকলে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, শিমুলিয়া-মাঝিকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল অব্যাহত আছে। এই নৌপথে মোট ৮২টি লঞ্চ চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সহকারী পরিদর্শক ও সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত স্রোতে ফেরি চলতে অনেক অসুবিধা হয়। কিন্তু লঞ্চ কিছুটা সমস্যা হলেও চলতে পারে।
স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং বয়াটি স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় পদ্মায় দিকনির্ণয়ে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএর মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. কামরুল ইসলাম বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝিরকান্দি রুটে সাতটি ফেরি চলছে।
একই নদীতে দুই নৌপথের একটিতে ফেরি চালু, অন্যটিতে ফেরি চলাচল বন্ধ রাখা প্রসঙ্গে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম, বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে বিধায় অতিরিক্ত স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লাগতে পারে। সে কারণে নদীতে অতিরিক্ত স্রোত থাকলে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, শিমুলিয়া-মাঝিকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল অব্যাহত আছে। এই নৌপথে মোট ৮২টি লঞ্চ চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সহকারী পরিদর্শক ও সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত স্রোতে ফেরি চলতে অনেক অসুবিধা হয়। কিন্তু লঞ্চ কিছুটা সমস্যা হলেও চলতে পারে।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৩ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৫ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৬ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে