Ajker Patrika

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০০: ৩২
শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। উপাচার্যকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ‘ইন্ধন দাতা’ হিসেবে উল্লেখ করেছে তারা।

আজ সোমবার পৃথকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (বিসিএল) এবং ঢাকায় অবস্থানরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা এ দাবিতে মানববন্ধন, উপাচার্য ফরিদ উদ্দিনের কুশপুতুল পোড়ায় এবং মশাল মিছিল করে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। 

সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্যের পাদদেশে উপাচার্য ফরিদ উদ্দিনের কুশপুতুল পোড়ানোর আগে বক্তব্য দেওয়ার সময় এ দাবি করেন তিনি। দুপুরে একই দাবি জানিয়ে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। 

সন্ধ্যায় ঢাকায় অবস্থানরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়। পদার্থবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী তানভীর আকন্দ বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন তাঁদের ওপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ হামলার প্রেক্ষিতে আমাদের দাবি হলো, অবিলম্বে উপাচার্যের পদত্যাগ করতে হবে, পুরো প্রক্টরিয়াল বডিকে পরিবর্তন করতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন করত হবে এবং ভবিষ্যতে যেন শাবিপ্রবিতে এ ধরনের কোনো হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে হবে।’ 

এ সময় তাঁরা ‘শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না’, ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন। 

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে যাচ্ছে ছাত্রীরা। দাবি মানতে টালবাহানা করায় গতকাল রোববার উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্যকে মুক্ত করে। রাতে উপাচার্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বলেন। কিন্তু শিক্ষার্থীরা রাত থেকেই উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত