Ajker Patrika

বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি ফয়জুল করীমের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
শিবচরে দলীয় সমাবেশে ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা
শিবচরে দলীয় সমাবেশে ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। আজ শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ফয়জুল করীম বলেন, ‘যাদেরকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করে না। তারা ভিনদেশিদের চিন্তা লালন করে। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। তবে আমরা এটা করতে চাই না।’

এ সময় মুফতি ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা চাই সংস্কারের সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে ব্যক্তি নয়, মার্কাকে ভোট দেবেন। তাতে করে নমিনেশন বাণিজ্য থাকবে না, কেউ পেশিশক্তি ব্যবহার করতে পারবে না। কারও মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, ‘ভারতের রাজ্য সিকিম একসময় স্বাধীন রাষ্ট্র ছিল। তবে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকতে পারে, দরিদ্র থাকতে পারে, কিন্তু কারও গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ কোনো দিন গোলামি করবে না।’

শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই আরও বলেন, ’বারবার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন দেখিনি। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের মাত্র চারটি পরিবার ২ হাজার কোটি টাকা পাচার করেছে। একেক পরিবার ৫০ হাজার কোটি করে পেয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক।’

ইসলামি আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মাওলানা আকরাম হুসাইন, মাদারীপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক মল্লিক, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলনের শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের শিবচর শাখার সভাপতি মো. কাজী ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত