Ajker Patrika

মব জাস্টিসের নামে পদ হারানো শিক্ষকেরা স্বপদে ফিরতে চান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মব জাস্টিসের নামে পদ হারানো শিক্ষকেরা স্বপদে ফিরতে চান

আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মব জাস্টিসের নামে অন্যায়ভাবে পদত্যাগ, অপসারণ, বরখাস্ত ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শিক্ষকদের স্বপদে বহাল এবং কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়েছে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা।

আজ শনিবার শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপসারিত শিক্ষকেরা এ দাবি জানান।

আলকাছ উদ্দিন আহমেদরে সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গত ৫ আগস্টের সরকার পতনের পর বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকেরা। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম তালুকদার। 

পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরা প্রবেশ করে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন। একটি পক্ষ এটিকে নিজেদের ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে নিয়েছেন। 

তারা আরও বলেন, অন্যায়ভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিরপরাধ প্রায় দুই হাজার শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সেই পদবঞ্চিত শিক্ষকদের ফিরতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। 

তারা আরও বলেন, আমরা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। প্রতিষ্ঠানের বেতনের ওপর আমাদের চলতে হয়। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা মবজাস্টিসের শিকার, তারা সরকারের কাছে ন্যায় বিচার চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত