Ajker Patrika

নৌকা প্রার্থীর প্রচারে ফেরদৌস-রিয়াজ-নিপুণ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ২১: ৫৮
নৌকা প্রার্থীর প্রচারে ফেরদৌস-রিয়াজ-নিপুণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন চলচ্চিত্রের কয়েকজন তারকা। আজ রোববার অভিনেতা ফেরদৌস, রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জেসমিনসহ অনেকে মহানগরীতে নৌকা প্রার্থীর প্রচারণায় অংশ নেন। 

২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামীকাল সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে আজ বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লার পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন চলচ্চিত্রের তারকারা। 

সরেজমিন জানা গেছে, আজ ফেরদৌস-রিয়াজরা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। তাঁরা খোলা গাড়িতে করে টঙ্গী থেকে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ী এলাকায় যেতে যেতে ভোটের প্রচারে অংশ নেন। এ সময় পথে পথে ভিড় জমান স্থানীয় ভোটাররা। খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। এ সময় চলচ্চিত্র শিল্পীরা কয়েকটি পথসভায় বক্তব্য দেন। 

গাজীপুর নগরীতে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে আজ রোববার ফেরদৌস, নিপুণসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে। ছবি: আজকের পত্রিকাপথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘নানা কারণে গাজীপুর শহরের গুরুত্ব রয়েছে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে-শুনে-বুঝে আজমত উল্লাকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি একজন ভালো মানুষ, নৌকা প্রতীকের জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।’ 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনি নৌকা ও আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা প্রতীকে ভোট দিন; যাতে আজমত উল্লা বিজয়ী হয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারেন। এ বার্তা দিতেই গাজীপুরে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত