গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩-২৪’ শুরু হয়েছে। আজ শনিবার ব্রি সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াও কুনশি। এছাড়া ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ২০২৩-২৪ সালের গবেষণা অগ্রগতি এবং অর্জন তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক।
কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘ব্রির গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’
তিনি কৃষিবান্ধব শিল্প ও অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি নিরলসভাবে কাজ করছে। ব্রির গবেষণা কার্যক্রম এখন বিশ্বের কাছে একটি উদাহরণ।’ তিনি আরও জানান, ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে গবেষণা জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত জাতের ধান চাষ হয় এবং এটি দেশের মোট ধান উৎপাদনের ৯০ শতাংশ নিশ্চিত করে।
ব্রি এই পর্যন্ত ৮টি হাইব্রিডসহ ১১৫টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ।
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩-২৪’ শুরু হয়েছে। আজ শনিবার ব্রি সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াও কুনশি। এছাড়া ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ২০২৩-২৪ সালের গবেষণা অগ্রগতি এবং অর্জন তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক।
কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘ব্রির গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’
তিনি কৃষিবান্ধব শিল্প ও অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি নিরলসভাবে কাজ করছে। ব্রির গবেষণা কার্যক্রম এখন বিশ্বের কাছে একটি উদাহরণ।’ তিনি আরও জানান, ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে গবেষণা জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত জাতের ধান চাষ হয় এবং এটি দেশের মোট ধান উৎপাদনের ৯০ শতাংশ নিশ্চিত করে।
ব্রি এই পর্যন্ত ৮টি হাইব্রিডসহ ১১৫টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে