Ajker Patrika

বিমানবন্দরে ইয়াবাসহ বিদেশগামী যাত্রী আটক

বিমানবন্দর প্রতিনিধি, ঢাকা
বিমানবন্দরে ইয়াবাসহ বিদেশগামী যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার পিস ইয়াবাসহ জেদ্দাগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বিমানবন্দরের চেকিং রো থেকে তাঁকে আটক করা হয়। ওই যাত্রীর নাম মো. ওহিদুল শিকদার (৩১)। 

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দর থেকে ইকে-৫৮৩ ফ্লাইটে ঢাকা থেকে দুবাই এবং দুবাই থেকে জেদ্দাগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত