Ajker Patrika

আগে-পরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৬: ৪১
আগে-পরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের জামাতে আগে-পরে নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে জিনারী ইউনিয়নের বীর কাটিহারী গ্রামের ঈদগাহে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম বীর কাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আজ সকাল সাতটার দিকে ঈদগাহে আগে-পরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নজরুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান জিকো আজকের পত্রিকাকে জানান, সংঘর্ষের পর ৩৫ আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবু তাহের (৬০), জুহান (২০) ও সাব্বির (১৮)। আশঙ্কাজনক অবস্থায় আবুল হক (৫৫) ও ফাইজুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত