নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন এই ধর্মের অনুসারীরা। দুর্গাপূজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ান নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোড ডিএমপি সদর দপ্তরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ডিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রতিটি মণ্ডপে স্থানীয় লোকজনদের নিয়ে নিরাপত্তা কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগের ডিসি ও ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা মহানগর এলাকায় প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত কার কী দায়িত্ব তার নির্দেশনা ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের অফিসারদের দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে অধিক সংখ্যক লোকজন পরিবার-পরিজন নিয়ে বাহির হবেন না।
এ সময় যারা টিকা গ্রহণ করেননি তাদের তাদের অধিক সতর্কতা অবলম্বন ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের পূজামণ্ডপে না আসার জন্য নিরুৎসাহিত করেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন এই ধর্মের অনুসারীরা। দুর্গাপূজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ান নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোড ডিএমপি সদর দপ্তরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ডিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রতিটি মণ্ডপে স্থানীয় লোকজনদের নিয়ে নিরাপত্তা কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগের ডিসি ও ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা মহানগর এলাকায় প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত কার কী দায়িত্ব তার নির্দেশনা ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের অফিসারদের দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে অধিক সংখ্যক লোকজন পরিবার-পরিজন নিয়ে বাহির হবেন না।
এ সময় যারা টিকা গ্রহণ করেননি তাদের তাদের অধিক সতর্কতা অবলম্বন ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের পূজামণ্ডপে না আসার জন্য নিরুৎসাহিত করেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে