নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশকে সুরক্ষিত রাখতে ‘কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার, টিকা হবে সবার। যারা টিকা নেন নাই, তাঁরা দ্রুত নিয়ে নেবেন।’ আজ বৃহস্পতিবার গণটিকাদান কর্মসূচি উপলক্ষে গুলশান-২ থেকে শুরু হওয়া ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘টিকা নিতে কোনো পয়সা দিতে হবে না। অনেকে প্রয়োজনীয় কাগজ না থাকায় টিকা পেতে সমস্যায় পড়ছেন। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও টিকা নিতে পারবেন। আমরা চাই, সবাই টিকা নিক। নিজে বাঁচলে বাপের নাম। তবে মার্চের ১ তারিখ থেকে যাদের টিকার কার্ড থাকবে না, তাদের দোকান বন্ধ হয়ে যাবে। এ জন্য অবশ্যই প্রথম ডোজের সার্টিফিকেট লাগবে। আর সিটি করপোরেশনের নাগরিক সেবার জন্য আমাদের স্লোগান ‘নো টিকা, নো সার্ভিস’। ১৮ বছরের নিচে এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য আলাদা বুথ করা হয়েছে। তারা পাবে ফাইজার টিকা। আর ১৮ বছরের বেশি বয়সীরা পাবেন সিনোভ্যাক।’
ডিএনসিসি সূত্র বলছে, গতকাল থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন টিকা দেওয়া হয়েছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৯ হাজার মানুষকে। তবে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক প্রচার উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার। এই টিকাদান চলবে ২৬ তারিখ পর্যন্ত। তবে শেষ দিন ২৬ মার্চ বড় পরিসরে টিকা দেওয়া হবে প্রত্যেক ওয়ার্ডের নয়টি কেন্দ্রে। ওই দিন ডিএনসিসির ৪৮৬ কেন্দ্রে দেওয়া হবে টিকা। চার দিনের টিকাদানের কর্মসূচিতে ডিএনসিসির ২ লাখ ৪৩ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতি, শুক্র ও শনিবার—এই তিন দিন ডিএনসিসি এলাকায় গাড়িতে করে প্রচার চালাবে বাউল দল। একই সঙ্গে বিতরণ করা হবে মাস্ক। টিকা গ্রহণকারীদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা বিশেষ কার্ড পাবেন। প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে পারলে পরে অনলাইনে টিকা সনদ নিতে পারবেন।’
ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।
দেশকে সুরক্ষিত রাখতে ‘কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার, টিকা হবে সবার। যারা টিকা নেন নাই, তাঁরা দ্রুত নিয়ে নেবেন।’ আজ বৃহস্পতিবার গণটিকাদান কর্মসূচি উপলক্ষে গুলশান-২ থেকে শুরু হওয়া ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘টিকা নিতে কোনো পয়সা দিতে হবে না। অনেকে প্রয়োজনীয় কাগজ না থাকায় টিকা পেতে সমস্যায় পড়ছেন। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও টিকা নিতে পারবেন। আমরা চাই, সবাই টিকা নিক। নিজে বাঁচলে বাপের নাম। তবে মার্চের ১ তারিখ থেকে যাদের টিকার কার্ড থাকবে না, তাদের দোকান বন্ধ হয়ে যাবে। এ জন্য অবশ্যই প্রথম ডোজের সার্টিফিকেট লাগবে। আর সিটি করপোরেশনের নাগরিক সেবার জন্য আমাদের স্লোগান ‘নো টিকা, নো সার্ভিস’। ১৮ বছরের নিচে এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য আলাদা বুথ করা হয়েছে। তারা পাবে ফাইজার টিকা। আর ১৮ বছরের বেশি বয়সীরা পাবেন সিনোভ্যাক।’
ডিএনসিসি সূত্র বলছে, গতকাল থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন টিকা দেওয়া হয়েছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৯ হাজার মানুষকে। তবে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক প্রচার উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার। এই টিকাদান চলবে ২৬ তারিখ পর্যন্ত। তবে শেষ দিন ২৬ মার্চ বড় পরিসরে টিকা দেওয়া হবে প্রত্যেক ওয়ার্ডের নয়টি কেন্দ্রে। ওই দিন ডিএনসিসির ৪৮৬ কেন্দ্রে দেওয়া হবে টিকা। চার দিনের টিকাদানের কর্মসূচিতে ডিএনসিসির ২ লাখ ৪৩ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতি, শুক্র ও শনিবার—এই তিন দিন ডিএনসিসি এলাকায় গাড়িতে করে প্রচার চালাবে বাউল দল। একই সঙ্গে বিতরণ করা হবে মাস্ক। টিকা গ্রহণকারীদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা বিশেষ কার্ড পাবেন। প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে পারলে পরে অনলাইনে টিকা সনদ নিতে পারবেন।’
ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৭ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৭ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪৩ মিনিট আগে