ঢামেক প্রতিবেদক
রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাছিমা।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজা আশরাফীর সঙ্গে স্বামী ইসমাইল সুজনের দাম্পত্য কলহ চলছিল। ফিরোজা বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন, আর তাঁর স্বামী থাকতেন পল্লবীতে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন আশরাফী। পরে নিজেই তাঁকে নিয়ে যান এভারকেয়ার হাসপাতালে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ওই নারীর স্বামীর আত্মীয়স্বজন তাঁকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। ঘটনাটি মিরপুর এলাকায় হওয়ায় পল্লবী থানা থেকেও ওই নারীকে আটক করার জন্য বার্তা পাঠানো হয়।
ওসি আরও বলেন, পরে ভাটারা থানা-পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই নারীকে আটক করে নিয়ে আসে। ঘটনাটি ভাটারা থানায় না হওয়ায় ওই নারীকে হাজতে না রেখে থানার নারী ও শিশু ডেস্কের সামনে রাখা হয়। সেখানে দুই নারী কনস্টেবলকে পাহারায় রাখা হয়। কিন্তু একসময় সেখানে বসা অবস্থায় ওষুধের কথা বলে কৌশলে নিজের কাছে থাকা বিষ পানের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। পরে গতকাল রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, ওই নারী ও তাঁর স্বামী দুজনেরই দ্বিতীয় বিয়ে। পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল।
রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাছিমা।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজা আশরাফীর সঙ্গে স্বামী ইসমাইল সুজনের দাম্পত্য কলহ চলছিল। ফিরোজা বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন, আর তাঁর স্বামী থাকতেন পল্লবীতে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন আশরাফী। পরে নিজেই তাঁকে নিয়ে যান এভারকেয়ার হাসপাতালে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ওই নারীর স্বামীর আত্মীয়স্বজন তাঁকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। ঘটনাটি মিরপুর এলাকায় হওয়ায় পল্লবী থানা থেকেও ওই নারীকে আটক করার জন্য বার্তা পাঠানো হয়।
ওসি আরও বলেন, পরে ভাটারা থানা-পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই নারীকে আটক করে নিয়ে আসে। ঘটনাটি ভাটারা থানায় না হওয়ায় ওই নারীকে হাজতে না রেখে থানার নারী ও শিশু ডেস্কের সামনে রাখা হয়। সেখানে দুই নারী কনস্টেবলকে পাহারায় রাখা হয়। কিন্তু একসময় সেখানে বসা অবস্থায় ওষুধের কথা বলে কৌশলে নিজের কাছে থাকা বিষ পানের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। পরে গতকাল রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, ওই নারী ও তাঁর স্বামী দুজনেরই দ্বিতীয় বিয়ে। পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে